পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ Logo জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার Logo বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি Logo নজিরবিহীন ঘটনা: ট্রেন ছেড়েও রিভার্স গিয়ারে ফিরল একজন রেল কর্মকর্তাকে নিতে! Logo বুড়িমারী স্থলবন্দরে অবৈধ ক্যান্সারের ওষুধ ও সিসা জব্দ, ভারতীয় ট্রাকচালক আটক Logo শিরোপা টিএফডি’র ঘরে, কলঙ্কের ছায়া বুটেক্সে: খেলাকেন্দ্রিক সংঘাতে উত্তেজনা, তদন্তে প্রশাসন Logo পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়লেন বিএসএফ, বিজিবির প্রতিবাদ Logo পাটগ্রামে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ইউজিডিপি প্রকল্পের আওতায় বেঞ্চ বিতরণ Logo লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় কম্বল এবং ফেন্সিডিল ও গাঁজা জব্দ

পরিবেশ দূষণ: আরসি কোলার উৎপাদন বন্ধের নির্দেশ

ঢাকা: পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরে পারটেক্স বেভারেজের কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই কারখানায় কোমল পানীয় আরসি কোলা, আরসি লেমন ও আপার টেন তৈরি হয়।

গাজীপুর সিটি করপোরেশনের মির্জাপুরের বাংলাবাজার এলাকায় পারটেক্স বেভারেজের কারখানা থেকে নিঃসৃত তরল বর্জ্যে এলাকায় পানি দূষণ, জলাবদ্ধতা ও ফসলের ক্ষতির অভিযোগ করে আসছিল এলাকাবাসী।

মঙ্গলবার তারা রাজেন্দ্রপুর-বাংলাবাজার সড়ক অবরোধ করে এবং জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে এই সমস্যা সমাধানের দাবি জানায়।

এরপর বুধবার পরিস্থিতি সরেজমিন দেখতে যান জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া সুলতানাসহ কর্মকর্তারা।

তারা বাংলাবাজার এলাকায় পৌঁছলে স্থানীয়রা তাদের ক্ষতির চিত্র ঘুরে দেখান এবং পারটেক্স বেভারেজের বিরুদ্ধে অভিযোগ করেন।

সরেজমিন পরিদর্শনের পর জেলা প্রশাসক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারখানায় সকল প্রকার পানীয় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

সেইসঙ্গে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন।

মোহাম্মদ হোসেনকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্যরা হলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কারখানার ব্যবস্থাপক।

তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।

এলাকাবাসীর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তরল বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রেখে উৎপাদন চালিয়ে আসছে। উন্মুক্ত স্থানে ছড়িয়ে দেওয়া বর্জ্যে কারখানার আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্ভোগ তৈরি করেছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সোনিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, এই কারখানার তরল বর্জ্য নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তারা দেখেননি। এতে ওই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ পেয়ে তা ঢাকায় পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরেজমিন পরিদর্শনে যাওয়া হয়।

তবে কারখানার মহাব্যবস্থাপক মো. দিদারুল আলমের দাবি, জলাবদ্ধতার জন্য তাদের কারখানার তরল বর্জ্য দায়ী নয়।

পারটেক্স গ্র“পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

পরিবেশ দূষণ: আরসি কোলার উৎপাদন বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫

ঢাকা: পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুরে পারটেক্স বেভারেজের কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই কারখানায় কোমল পানীয় আরসি কোলা, আরসি লেমন ও আপার টেন তৈরি হয়।

গাজীপুর সিটি করপোরেশনের মির্জাপুরের বাংলাবাজার এলাকায় পারটেক্স বেভারেজের কারখানা থেকে নিঃসৃত তরল বর্জ্যে এলাকায় পানি দূষণ, জলাবদ্ধতা ও ফসলের ক্ষতির অভিযোগ করে আসছিল এলাকাবাসী।

মঙ্গলবার তারা রাজেন্দ্রপুর-বাংলাবাজার সড়ক অবরোধ করে এবং জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে এই সমস্যা সমাধানের দাবি জানায়।

এরপর বুধবার পরিস্থিতি সরেজমিন দেখতে যান জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া সুলতানাসহ কর্মকর্তারা।

তারা বাংলাবাজার এলাকায় পৌঁছলে স্থানীয়রা তাদের ক্ষতির চিত্র ঘুরে দেখান এবং পারটেক্স বেভারেজের বিরুদ্ধে অভিযোগ করেন।

সরেজমিন পরিদর্শনের পর জেলা প্রশাসক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারখানায় সকল প্রকার পানীয় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

সেইসঙ্গে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন।

মোহাম্মদ হোসেনকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্যরা হলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কারখানার ব্যবস্থাপক।

তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।

এলাকাবাসীর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তরল বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রেখে উৎপাদন চালিয়ে আসছে। উন্মুক্ত স্থানে ছড়িয়ে দেওয়া বর্জ্যে কারখানার আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্ভোগ তৈরি করেছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সোনিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, এই কারখানার তরল বর্জ্য নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তারা দেখেননি। এতে ওই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ পেয়ে তা ঢাকায় পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরেজমিন পরিদর্শনে যাওয়া হয়।

তবে কারখানার মহাব্যবস্থাপক মো. দিদারুল আলমের দাবি, জলাবদ্ধতার জন্য তাদের কারখানার তরল বর্জ্য দায়ী নয়।

পারটেক্স গ্র“পের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজ।