
ঢাকা : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম এর সহধর্মিনী আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার এক শোকবাণীতে বিএনপি চেয়ারপারসন মরহুমা আনোয়ারা সুফিয়া ইসলাম এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি মরহুমার জীবদ্দশায় শিক্ষার প্রসারে ও সামজিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অপর এক শোকবার্তায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমমর্মিতা প্রকাশ করেছেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে মুন্সীগঞ্জবাসী একজন নিবেদিতা সমাজকর্মী ও শিক্ষানুরাগীকে হারালো।
বাংলার খবর ডেস্ক : 
















