
ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, জাতীয় প্রেসক্লাব হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। অতীতে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে তখনই জাতীয় প্রেসক্লাব প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। আর সেই প্রেসক্লাব পরিচালনায় কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া এ ক্লাবের সদস্য কখনোই মেনে নেবে না।
রোববার জাতীয় প্রেসক্লাবের নিচ তলায় জাতীয় ক্লাব দখলদারিত্বের প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
একই সভায় পেশীশক্তির জোরে গঠিত প্রেসক্লাবের নতুন কমিটিকে মেনে নেয়া হলে দেশের সাংবাদিকতার ইতিহাসে কলঙ্ক রচিত হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।
তিনি বলেন, ‘এই কমিটি জুলুম করে প্রেসক্লাবের উপর চেপে বসেছে। প্রেসক্লাবের দায়িত্ব এই কমিটির উপর গেলে সাংবাদিকতা পেশায় সত্য-মিথ্যা বলে কিছু থাকবে না, ন্যায়-অন্যায় বলেও কিছু থাকবে না।’
আগামী ২৭ জুন প্রেসক্লাবের সাধারণ সভা হবে জানিয়ে শওকত মাহমুদ বলেন, ‘সাধারণ সভায় সিদ্ধান্ত হবে প্রেসক্লাব কিভাবে চলবে।’ প্রেসক্লাবের নির্বাচনে ভোট পাবার জন্য কিছু লোক এই অবৈধ কমিটির সঙ্গে লবিং শুরু করেছে বলেও জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন, ‘সুবিধা পাওয়ার আশায় যারা প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে তাদের যে কি গতি হবে, সেটা তারা কল্পনাও করতে পারছেন না। অতীতে কেউ জুলুম করে প্রেসক্লাবে টিকে থাকতে পারনি। এখন যারা জুলুম করে প্রেসক্লাবের ঘারে চেপে বসেছে তারাও টিকে থাকতে পারবে না। ক্লাবের সদস্যরাই তাদের প্রতিরোধ করবে।’
এসময় আরও বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বাংলার খবর ডেস্ক : 



















