
ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৮) নামে এক পত্রিকা বিপণন কর্মীর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আবদুল হান্নানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ।
তিনি রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় সরকারি স্টাফ কোর্য়াটারে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিয়াম গুরুতর আহত হন।
পরে পথচারীরা উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলার খবর ডেস্ক : 

















