অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :

সোনারগাঁয় এক গৃহবধূকে ভাতের গরম মাড় ঢালা হলো শরীরে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক গৃহবধূকে বুধবার রাতভর নির্যাতনের পর গতকাল বৃহস্পতিবার সকালে ভাতের গরম মাড় দিয়ে শরীর ঝলসে দেওয়া হয়েছে। আহত গৃহবধূ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মফিজুলের সঙ্গে পাশের শেকেরহাট গ্রামের মুজিবুর রহমানের মেয়ে মৌসুমীর দুই বছর আগে বিয়ে হয়। তাঁদের সাত মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে মৌসুমীকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। তিন মাস আগে মৌসুমীর দৃষ্টিপ্রতিবন্ধী বাবা মুজিবুর রহমান যৌতুকের এক লাখ টাকা দেন তাদের। সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য মৌসুমীর স্বামী আরো দুই লাখ টাকা দাবি করে। এ জন্য বিভিন্ন সময়ে শাশুড়ি আনোয়ারা বেগম, স্বামী মফিজুল ইসলাম, দেবর রফিকুল ইসলাম মিলে তাঁকে নির্যাতন করে। যৌতুকের টাকার জন্য বুধবার রাতে মৌসুমীর সঙ্গে তাঁর স্বামী, শাশুড়ি ও দেবরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মৌসুমীকে শারীরিক নির্যাতনের পর ঘরে তালাবদ্ধ করে রাখে তারা।

পরে গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের তালা খুললে মৌসুমী বাবার বাড়ি চলে যেতে চান। এ সময় দেবর রফিকুল তাঁর শরীরে ভাতের গরম মাড় ঢেলে দেয়। তাতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহত গৃহবধূকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৌসুমী বাদী হয়ে সোনারগাঁ থানায় স্বামী মফিজুল ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগম ও দেবর রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে ইউপি চেয়ারম্যান আইনের সহায়তা চেয়ে নিজেই গ্রেফতার।

সোনারগাঁয় এক গৃহবধূকে ভাতের গরম মাড় ঢালা হলো শরীরে

আপডেট টাইম : ০৪:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক গৃহবধূকে বুধবার রাতভর নির্যাতনের পর গতকাল বৃহস্পতিবার সকালে ভাতের গরম মাড় দিয়ে শরীর ঝলসে দেওয়া হয়েছে। আহত গৃহবধূ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মফিজুলের সঙ্গে পাশের শেকেরহাট গ্রামের মুজিবুর রহমানের মেয়ে মৌসুমীর দুই বছর আগে বিয়ে হয়। তাঁদের সাত মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে মৌসুমীকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। তিন মাস আগে মৌসুমীর দৃষ্টিপ্রতিবন্ধী বাবা মুজিবুর রহমান যৌতুকের এক লাখ টাকা দেন তাদের। সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য মৌসুমীর স্বামী আরো দুই লাখ টাকা দাবি করে। এ জন্য বিভিন্ন সময়ে শাশুড়ি আনোয়ারা বেগম, স্বামী মফিজুল ইসলাম, দেবর রফিকুল ইসলাম মিলে তাঁকে নির্যাতন করে। যৌতুকের টাকার জন্য বুধবার রাতে মৌসুমীর সঙ্গে তাঁর স্বামী, শাশুড়ি ও দেবরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মৌসুমীকে শারীরিক নির্যাতনের পর ঘরে তালাবদ্ধ করে রাখে তারা।

পরে গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের তালা খুললে মৌসুমী বাবার বাড়ি চলে যেতে চান। এ সময় দেবর রফিকুল তাঁর শরীরে ভাতের গরম মাড় ঢেলে দেয়। তাতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহত গৃহবধূকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৌসুমী বাদী হয়ে সোনারগাঁ থানায় স্বামী মফিজুল ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগম ও দেবর রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।