ঢাকা : ছয় মাস না যেতেই আবারো গৃহদাহ শুরু হয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনে। আমিরে শরীয়ত ও মহাসচিব পদ দুইটি নিজেদের পরিবারের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আহমাদুল্লাহ আশরাফের ছেলে হাবিবল্লাহ মিয়াজী বিভিন্ন চক্রান্ত-ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক মুফতী ফখরুল ইসলাম।
রোববার রাতে তিনি বলেন, হাবিবুল্লাহ মিয়াজী নিজেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন। অথচ গত বছরের শেষ দিকে আহমাদুল্লাহ আশরাফ সাহেব আতাউল্লাহ সাহেবকে আমিরে শরীয়ত ও জাফরুল্লাহ খানকে মহাসচিব করে তিনি দলের প্রধান উপদেষ্টা হয়েছেন। তখন আমরা হাবিবুল্লাহ মিয়াজীকে গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তিনি তখন কোনো পদ নেননি। এখন তিনি নিজেকে মহাসচিব দাবি করছেন আর অসুস্থ আশরাফ সাহেবকে আমিরের দায়িত্ব দিয়ে দলটিকে পারিবারিক দলে পরিণত করার চক্রান্ত করছেন।
তিনি বলেন, আগামীকাল আমরা সংবাদ সম্মেলন আহ্বান করেছি। সংবাদ সম্মেলনে সব বিষয় তুলে ধরা হবে।