
ঢাকা: সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আপিল বিভাগের রায়ের আগের দিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে এই মুক্তিযোদ্ধা বলেছেন, “দোষী প্রমাণিত হলে ফাঁসির আদেশ ছাড়া অন্য কোনো রায় বাংলার জনগণ মেনে নেবে না।”
একাত্তরে চট্টগ্রামে হত্যা, গণহত্যা, অপহরণ করে খুনের চারটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। বুধবার চূড়ান্ত রায় দেবে আপিল বিভাগ।
সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল চেয়ে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
মোজাম্মেল হক বলেন, “যুদ্ধাপরাধদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করবে সরকার, আর এরই ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসির মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।”