
ঢাকা: ঘুর্ণিঝড় কোমেন এর প্রেক্ষিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এর আওতাধীন উপকূলীয় জেলাসমূহের ফেরিচলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
শুধুমাত্র জনসাধারণের নিরাপদ আশ্রয় নেয়া এবং জরুরি দুর্যোগব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহণে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, আগামী ১ আগস্ট শনিবার পর্যন্ত উপকূলীয় জেলাসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্যোগসম্পর্কিত যেকোন সংবাদ আদান-প্রদানের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এর কন্ট্রোলরুমের ফোন নম্বর ৮৮৭০৭১৯ এবং মোবাইল নম্বর-০১৭৩০৭৮২৮৩৩ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।