কুমিল্লা : কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকার গোমতী নদী থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে উপজেলার চরবাকর এলাকার গোমতী নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যুবকের গায়ে বেগুনি রঙের একটি গেঞ্জি ও পরনে ট্রাউজার এবং হাতে কালো একটি হাতঘড়ি ছিল। তার ট্রাউজারের পকেটে একটি মোবাইল ফোনও পাওয়া যায়।