এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ: অব্যাহত প্রবল বর্ষণে ডিএনডির অভ্যন্তরের ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মধ্য ডিএনডিসহ বিভিন্ন স্থানে ১ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে কয়েক লাখ লোক পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছে। ডিএনডি‘র বহু বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প-কারখানা, মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজ, সবজি ক্ষেত ও নার্সারীসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে আছে।
ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশনের অভাবে ডিএনডিতে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জলাবদ্ধতার শিকার লোকজন অভিযোগ করেন। শিমরাইলস্থ পাম্প হাউজের ১২৮ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্প ছাড়াও অতিরিক্ত আরও ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২৬টি পাম্প চালু রয়েছে বলে পাম্প হাউজ সূত্র জানায়।
জানা যায়, কয়েক দিনের অব্যাহত প্রবল বর্ষণের পানিতে ডিএনডি‘র প্রজেক্ট অভ্যন্তরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাধারণত নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল-কলেজ, মসজিদ- মাদ্রাসা পানিতে তলিয়ে গেছে। এতে শিশু, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধাসহ রোজাদারা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছে। অব্যাহত প্রবল বর্ষণে মিজমিজির পাইনাদী, সিআইখোলা, কালাহাতিয়ার পাড়, নতুন মহল্লা, মজিববাগ, রসুলবাগ, নয়াআটি, নিমাইকাশারী, সানারপাড়, টেংরা, কোদাল দোয়া, তুষার ধারা, বক্সনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাঘমারা, সাদ্দাম মার্কেট, জালকুড়ি, হাজীনগর, মাতুইয়াল, শহীদ নগর, সবুজবাগ, ভূইঘর, দেলপাড়া, পূর্ব ইজদাইর, ডগাইর, মাতুয়াইল, নয়াপাড়া ও ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকার অনেক বাড়িরঘর ও রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, সবজি খেত, নার্সারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। স্থান ভেদে ডিএনডি’র অভ্যন্তর ১ থেকে ৪ ফুট পানিতে ডুবে আছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। এতে ডিএনডির অভ্যন্তরে বসবাসরত প্রায় কয়েক লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা জাকির হোসেন জানায়, তাদের ঘরে ভেতরে এখন হাটু পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট পানির নিচে। তারা নর্দমার কালো কুচ কুচে পানি দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। একই এলাকার বাসিন্দা ওয়াজউদ্দিন জানায়, কমপক্ষে দেড়শ বাড়িঘরে পানি ঢুকেছে। লোকজন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। সরেজমিন গিয়ে দেখা যায়, পাইনাদী নতুন মহল্লার প্রধান নিষ্কাশন খালের উত্তর পাড়ের রাস্তাটি ডুবে গেছে। অনেক স্থানে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে লোকজন। অনেক এলাকায় লোকজন বালির বস্তা ও ইট ফেলে চলাচল করতে বাধ্য হচ্ছে।
পূর্ব জালকুড়ির খিলপাড়ার বাসিন্দা সোহেল জানায়, বর্তমানে আমাদের ওঠানে হাটু সমান পানিতে তলিয়ে আছে। দরজায় বাঁধ দিয়ে পানি ঠেকানো হয়েছে। তিনি ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশন করার দাবি জানান। জালকুড়ি এলাকার শ্যামল আনোয়ার জানায়, বর্ষণের পানিতে তাদের গ্যাসের চুলো ডুবে গেছে। বাসায় রান্না-বান্না বন্ধ। দোকান থেকে খাবার কিনে আনতে হচ্ছে।
ডিএনডি সুত্রে জানা যায়, ডিএনডি থেকে সুষ্ঠুভাবে সেচ কার্য পরিচালনা করা এবং পানি নিষ্কাশন করার জন্য ৯টি সেচ খাল, ৯টি ডিটিও খাল, ২১০টি আউট লেক খাল, ৮৫টি চকবন্দী খাল অনুসারে ১০টি নিষ্কাশন খাল রয়েছে। এ ছাড়াও এক কিলোমিটার দীর্ঘ ইনটেক খাল, ১৩ কিলোমিটার দীর্ঘ মেইন ক্যানেল টার্ন আউট খাল রয়েছে। এর মধ্যে চ্যানেল-১ খালের র্দৈঘ্য ৭ দশমিক ৯০ কিলোমিটার, চ্যানেল-২ এর দৈর্ঘ্য ৫ দশমিক ৮০ কিলোমিটার, পাগলা খাল ৩ কিলোমিটার, জালকুড়ি খাল ২ দশমিক ১০ কিলোমিটার, শ্যামপুর খাল ২ দশমিক ৭০ কিলোমিটার, ফতুল্লা খাল ১ দশমিক ৮০ কিলোমিটার ও সেকেন্ডারী চ্যানেলের দৈর্ঘ্য ১০ কিলোমিটার। এ সকল খালগুলোর অধিকাংশই ভরাট হয়ে গেছে বলে ভূক্তভোগীরা জানান।
মিজমিজির বাসিন্দা আহম্মদ উল্ল্যাহ জানায়, মিজমিজি টিসি রোড সংলগ্ন কংশ নদী নামে একটি নিষ্কাশন খাল রয়েছে। যে খাল দিয়ে পাইনাদী পূর্বপাড়া, সিআইখোলা, মধ্যপাড়া, মিজমিজি পূর্বপাড়া, মজিববাগ, জুয়েল রোড ও রেকমত আলী উচ্চ বিদ্যালয় এলাকার বৃষ্টির পানি ডিএনডি’র প্রধান নিষ্কাশন খালে গিয়ে পড়ছে। অথচ এ খালটি ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলেছে। এ ছাড়াও খালটি দখল করে দোকানপাট, অবৈধ স্থাপনা নির্মাণ করায় পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। এতে ডিএনডি’র নিচু এলাকার বাসিন্দা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ডিএনডি’র পাম্প হাউজের এক কমকর্তা জানায়, নিষ্কাশন খালে পানি পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা এসে পাম্প হাউজের মুখে জমা হচ্ছে। এতে পানি নিষ্কাশনে বাঁধাগ্রস্থ হচ্ছে। তিনি আরও জানান, পাম্প হাউজের মুখ থেকে প্রতিদিন ৩ ট্রাক ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। তিনি প্রধান নিষ্কাশন খালসহ শাখা-প্রশাখা খালগুলো ময়লা-আবর্জনা না ফেলতে ডিএনডিবাসীকে অনুরোধ জানান। শনিবার বেলা ২টায় পাম্প হাউজে সরেজমিন গেলে কর্মকর্তারা জানান, ১২৮ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৪টি পাম্প ও একই স্থানে ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন আরও ২২টি পাম্প এবং ডেমরার বামৈল ও শুকুরসীতে আরও ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ৪টি সার্বক্ষণিক চালু রয়েছে। তবে তারা বলছেন, যদি আর বৃষ্টিপাত না হয় তবে ডিএনডি থেকে পুরোপুরি পানিষ্কাশন করতে অন্তত ১৫ দিন সময় লাগবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ঢাকা যান্ত্রিক পাম্প হাউজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম গোলাম সারওয়ার ডিএনডিতে ব্যাপক জলাবদ্ধতার কথা স্বীকার করে জানান, ডিএনডি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হলে ৮৮ কিউমেক ক্ষমতা সম্পন্ন আরও নতুন ৪টি পাম্প স্টেশন নির্মাণ করতে হবে। তাহলে ডিএনডিবাসী জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্তি পাব
তিনি জানান, যদি আরও ৩-৪ দিন একটানা বৃষ্টি হয় তবে ডিএনডি’র ৮০ ভাগ এলাকা ডুবে যাবে। তিনি জানান, বর্তমানে পাম্প হাউজটি প্রায় অকেঁজো হয়ে পড়েছে। কারণ ১৯৬৮ সালের এ পাম্প হাউজটি নির্মাণ করা হয়েছিল। তারপরও এ সচল পাম্পগুলো আমরা সর্বক্ষণ চালাতে পারছি না। কেননা ৪ টি পাম্পের ৮ টি পোর্ট দিয়ে পানি আসার সময় নেটের সামনে ডিএনডিবাসী ও আশেপাশের মার্কেট থেকে ফেলানো পলিথিন ও বর্জ্য এসে আটকে থাকে। এতে পানি মেশিনের কাছে আসতে পারেনা। ফলে পাম্প অটোমেটিকভাবে বন্ধ হয়ে পড়ে। পাম্পের সামনে লাগানো নেটের পলিথিন ও বর্জ্য পরিষ্কার করতে ইতিমধ্যে আমরা ৩ সিফটে ২৪ জন শ্রমিক নিয়োগ করেছি ১৫ হাজার টাকা করে প্রতিজন শ্রমিকের বেতনের বিনিময়ে। ঐ পলিথিনগুলো পরিষ্কার করে আমার মেশিন চালাতে গেলে প্রচুর সময় অপচয় হয়। এতে পানি নিষ্কাশন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।