
ডেস্ক : বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের জরুরি সহায়তা দেবে ইউরোপীয় কমিশন। বাংলাদেশকে ৫ লাখ ইউরো ও মিয়ানমারের জন্য ১ মিলিয়ন ইউরো সহযোগিতা করবে সংস্থাটি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানান হয়।
ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সহায়তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলিয়ানডস গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ ও মিয়ানমারের বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত নাগরিকদের পাশে আছে। ওই অঞ্চলগুলোতে অত্যধিক বৃষ্টির কারণে জনজীবনে বিপর্যয় নেমে আসছে। এখন তাদের রক্ষায় পাশে দাঁড়াতে হবে।’
জানা গেছে, সহায়তার অংশ হিসেবে পুষ্টি ও খাদ্য, আশ্রয়কেন্দ্র, পানি ও পয়ঃনিষ্কাশন সেবা দেওয়া হবে।