শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে বহিরাগত দুই যুবক কর্তৃক ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে প্রাণ নাশের হুমকি দেয়ার প্রতিবাদে ক্লাশ বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রোববার দুপুরে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অবস্থিত আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আবদার গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে সুমন মিয়া (২২), ও নগর হাওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া নামে দুই যুবক ওই কলেজের মেয়েদেরকে উত্ত্যক্ত করতেন।
মেয়েরা বিষয়টি কলেজের প্রিন্সিপাল ও প্রভাষক হুমায়ূন কবিরকে জানায়।
হুমায়ূন কবির যুবকদেরকে ডেকে এনে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে বলেন। এরপর ওই যুবকেরা প্রভাষক হুমায়ূন কবিরকে হত্যার হুমকি দেয়।
ওই ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুর থেকে ক্লাশ বর্জন করেন। সংবাদ পেয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন