ঢাকা : রাজধানীর হাতিরপুল সেন্ট্রাল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ সাদিকুন নাহার পান্না (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকালে হাতিরপুল সেন্ট্রাল রোড এলাকায় একটি বাসভবনে আগুনের ঘটনা ঘটে। এতে মামা ফজলুর রহমান (৪৫), ভাগ্নি পান্না আক্তার (২৫) ও ভাগ্নে দেলোয়ার হোসেন (২২) অগ্নিদগ্ধ হন।