
ময়মনসিংহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন, ময়মনসিংহ বিভাগের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হবে।
তবে কয়টা জেলা নিয়ে, কবে নাগাদ এ বিভাগ হবে এ বিষয়গুলো স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাবার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বলেন, সরকার চায় সারাদেশে সমভাবে উন্নয়ন কর্মকা- হোক। নানাবিধ কারণে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা উন্নয়ন কর্মকা- থেকে অনেক পিছিয়ে রয়েছে। এ ব্যাপারে ৬ জেলার উন্নয়ন কর্মকা- পর্যালোচনা এবং মতবিনিময় দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকা-েরই একটি অংশ।
তিনি বলেন, আমরা এইভাবে বিভিন্ন বিভাগীয় এলাকায় যাব। স্থানীয় সমস্যাগুলো অনেক সময় যথাযথভাবে নজরে আসে না। মতবিনিময় হলে সমস্যাগুলো জানা যাবে। পিছিয়ে পড়া জেলাগুলোতে সমভাবে উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় জেলার সদর উপজেলার গাড়াতি ডিজিটাল সাব সেন্টারের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
এ সময় জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম ফয়জুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।