
ঢাকা : ডেমরায় কমিউনিটি পুলিশ এর উদ্যোগে মাদক ওসন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ডেমরা থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ এসএম কাওসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ডেমরা জোনের মঈনুল হাসান, সহকারি পুলিশ কমিশনার ডেমরা জোন সৈয়দ এসএম তারেক, , ইন্সপেক্টর (তদন্ত) সিরাজুল ইসলাম, ডেমরা থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ সুজন, সারুলিয়া ইউ,পি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ডেমরা ইউ,পি চেয়ারম্যান জয়নাল অবেদীন রতনসহ গণমাধ্যম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন। চেয়ারম্যান ও অন্যান্য বক্তারা সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের সার্বিক সহযোগীতা কামনা করেন।