পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল নেতার Logo বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ Logo ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি Logo বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে সুরঙ্গ পথ তৈরি করা হয়েছে ইট ভাটার মালামাল পরিবহনের জন্য। Logo নওগাঁয় সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার Logo নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ Logo হাতীবান্ধায় সাংবাদিক শাহিনের উপর সন্ত্রাসী হামলা!

রূপগঞ্জে কৃষিজমি অবৈধভাবে দখলে নিচ্ছে আদর্শ সিটি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদর্শ সিটি নামের একটি আবাসন কোম্পানি স্থানীয় কৃষকদের কৃষিজমি জোরপূর্বক দখলে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আবাসন প্রকল্পের নামে এ অবৈধ দখলদারদের বিরুদ্ধে সভা, সমাবেশ, স্মারকলিপি, আবেদন-নিবেদন করেও কৃষকরা কোনো সুফল পাচ্ছেন না। ভুক্তভোগীদের কয়েকজন জানান, আদর্শ সিটি কোম্পানিটি উপজেলার দাউদপুর ইউনিয়নের ব্রাহ্মণখালী, উত্তর ব্রাহ্মণখালী, শিমুলিয়া, মাঝিপাড়া, কুলিয়াদী, কাজীরবাগ, দেবই, বিরলবাড়ি, বেলদীসহ আশপাশের ৯-১০টি গ্রামের সাধারণ কৃষকদের মালিকানাধীন শিমুলিয়া, শিমুলতলা, দেবগ্রাম ও কুলিয়াদী মৌজার কৃষি ও ফসলি জমি জোরপূর্বক দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলছে। নানা কৌশলে এলাকার আরও জমি বালু দিয়ে ভরাট করার চেষ্টা চলছে।
জানা যায়, আদর্শ সিটির পক্ষে দেবই গ্রামের খায়রুল আলম নয়ন ও তার সহযোগী আল আমিন, বাদশা মিয়া ও সাইফুল ইসলাম তাদের সন্ত্রাসীদের দিয়ে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে কৃষকদের জমি বিক্রি করতে বাধ্য করছেন। কোনো কৃষক জমি বিক্রি করতে রাজি না হলে তার ওপর হামলা করা হচ্ছে। নানা কৌশলে মামলায় জড়ানো হচ্ছে। আদর্শ সিটির মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয় কৃষক ও জমির মালিকরা তার অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এখানে আদর্শ সিটি গড়ে ওঠে। ইতিমধ্যে এখানকার অনেকের জমি দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করা হয়েছে। অনেকের জমি নতুন করে বালু ভরাট করে দখলে নেয়ার জন্য পাইপ লাগানো হয়েছে। কাজীরবাগ গ্রামের আবদুল জব্বার মিয়ার ২ বিঘা, আবদুল কাইয়ুম মিয়ার ৩ বিঘা, মোসলেহ উদ্দিনের ১ বিঘা, আমজাত হোসেনের ১ বিঘা, আতিক মালুমের ২ বিঘা, হাজী মকবুল হোসেনের ২ বিঘা, ফিরোজ বেপারীর ১ বিঘা ১০ শতাংশ ও সুলতান বেপারীর ১ বিঘা ১০ শতাংশ অবৈধভাবে দখলে নেয়ার পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট জমির মালিকরাই এ অভিযোগ করেছেন।
জমি দখলে নিতে এ এলাকার অনেকেই জমি, বসতবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে ভুক্তভোগীদের দেয়া অভিযোগ থেকে জানা যায়, আদর্শ সিটির মালিক মনিরুল ইসলাম আলীর নামে ক্যান্টনমেন্ট থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে তিনি বেরিয়ে আসেন। তবে মনিরুল ইসলাম আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তারা অবৈধভাবে কারও জমি দখল কিংবা বালু ভরাট করেননি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জমি ক্রয় করেই বালু ভরাট কাজ চলছে। এ ছাড়া আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। একটি পক্ষ আমাকে সামাজিকভাবে হেয় করতে ও স্থানীয় কৃষকদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আদর্শ সিটির হয়ে জমি দখলের কাজে নিয়োজিত খায়রুল আলম নয়ন ও তার সহযোগী আল আমিন, বাদশা মিয়া, সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে কৃষিজমি অবৈধভাবে দখলে নিচ্ছে আদর্শ সিটি

আপডেট টাইম : ০৩:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদর্শ সিটি নামের একটি আবাসন কোম্পানি স্থানীয় কৃষকদের কৃষিজমি জোরপূর্বক দখলে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আবাসন প্রকল্পের নামে এ অবৈধ দখলদারদের বিরুদ্ধে সভা, সমাবেশ, স্মারকলিপি, আবেদন-নিবেদন করেও কৃষকরা কোনো সুফল পাচ্ছেন না। ভুক্তভোগীদের কয়েকজন জানান, আদর্শ সিটি কোম্পানিটি উপজেলার দাউদপুর ইউনিয়নের ব্রাহ্মণখালী, উত্তর ব্রাহ্মণখালী, শিমুলিয়া, মাঝিপাড়া, কুলিয়াদী, কাজীরবাগ, দেবই, বিরলবাড়ি, বেলদীসহ আশপাশের ৯-১০টি গ্রামের সাধারণ কৃষকদের মালিকানাধীন শিমুলিয়া, শিমুলতলা, দেবগ্রাম ও কুলিয়াদী মৌজার কৃষি ও ফসলি জমি জোরপূর্বক দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলছে। নানা কৌশলে এলাকার আরও জমি বালু দিয়ে ভরাট করার চেষ্টা চলছে।
জানা যায়, আদর্শ সিটির পক্ষে দেবই গ্রামের খায়রুল আলম নয়ন ও তার সহযোগী আল আমিন, বাদশা মিয়া ও সাইফুল ইসলাম তাদের সন্ত্রাসীদের দিয়ে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে কৃষকদের জমি বিক্রি করতে বাধ্য করছেন। কোনো কৃষক জমি বিক্রি করতে রাজি না হলে তার ওপর হামলা করা হচ্ছে। নানা কৌশলে মামলায় জড়ানো হচ্ছে। আদর্শ সিটির মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয় কৃষক ও জমির মালিকরা তার অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এখানে আদর্শ সিটি গড়ে ওঠে। ইতিমধ্যে এখানকার অনেকের জমি দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করা হয়েছে। অনেকের জমি নতুন করে বালু ভরাট করে দখলে নেয়ার জন্য পাইপ লাগানো হয়েছে। কাজীরবাগ গ্রামের আবদুল জব্বার মিয়ার ২ বিঘা, আবদুল কাইয়ুম মিয়ার ৩ বিঘা, মোসলেহ উদ্দিনের ১ বিঘা, আমজাত হোসেনের ১ বিঘা, আতিক মালুমের ২ বিঘা, হাজী মকবুল হোসেনের ২ বিঘা, ফিরোজ বেপারীর ১ বিঘা ১০ শতাংশ ও সুলতান বেপারীর ১ বিঘা ১০ শতাংশ অবৈধভাবে দখলে নেয়ার পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট জমির মালিকরাই এ অভিযোগ করেছেন।
জমি দখলে নিতে এ এলাকার অনেকেই জমি, বসতবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে ভুক্তভোগীদের দেয়া অভিযোগ থেকে জানা যায়, আদর্শ সিটির মালিক মনিরুল ইসলাম আলীর নামে ক্যান্টনমেন্ট থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে তিনি বেরিয়ে আসেন। তবে মনিরুল ইসলাম আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তারা অবৈধভাবে কারও জমি দখল কিংবা বালু ভরাট করেননি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জমি ক্রয় করেই বালু ভরাট কাজ চলছে। এ ছাড়া আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। একটি পক্ষ আমাকে সামাজিকভাবে হেয় করতে ও স্থানীয় কৃষকদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আদর্শ সিটির হয়ে জমি দখলের কাজে নিয়োজিত খায়রুল আলম নয়ন ও তার সহযোগী আল আমিন, বাদশা মিয়া, সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।