
ঢাকা : রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে বাসের ধাক্কায় জহুর আলী মাতুব্বর (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত জহুর আলী মাতুব্বরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়।
শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে জহুর আলীকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন বলে জানান ইন্সপেক্টর মোজামেল হক।
তিনি বলেন, খবর পেয়ে নিহতের ছেলে রবিউল হাসপাতালে এসে তার বাবার মৃতদেহ শনাক্ত করেছেন। –