ঢাকা : হজ পালন করতে সৌদি আরবে যাওয়া মোহাম্মদ আতিয়ার রহমান (৭৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
গত বৃহস্পতিবার রাত একটায় মক্কা আল মোকাররমায় তিনি মারা যান বলে শুক্রবার মক্কা হজ মিশনের একটি সূত্র নিশ্চিত করেছেন।
আতিয়ার রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিই-০৯৮৬৩৭৮। হজ আইডি নম্বর ১০৯৮০৩৯।
তিনি হজ পালনের উদ্দেশে পটুয়াখালী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে গত ২২ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৬০১ ফ্লাইটে জেদ্দায় আসেন।