ঢাকা : রাজধানীর ওয়ারী থানাধীন কেএম দাস লেন এলাকায় ৪ বৎসরের এক শিশুকে পাশবিক নির্যাতন করেন বাবুল(৬৫) নামের এক দারোয়ান। শিশুটির পরিবার এ অভিযোগ দিয়েছে।
আজ শনিবার এ অভিযোগ দেয়।
শিশুটির মা বাইরে গেলে এ ঘটনা ঘটে মা বাহির থেকে আসার পর শিশুটির যৌনাঙ্গ ফুলা দেখতে পেয়ে তাকে জিঞ্জাস করলে শিশুটি দারোয়ান বাবুল তাকে নির্যাতন করছে বলে জানান। কিন্তু এলাকা থেকে শুরাহা করার কথা দেয়। এলাকাবাসী কোনো শুরাহা করে না। শিশুটি ঢাকা মেডিকেলের ২১২ নাম্বার কক্ষে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত ২৭ তারিখে এ ঘটনা ঘটে।
শিশুটির মা এবং ওহাব নামে তাঁর এক মামা ঢাকা মেডিকেলে নিয়ে এসে এ অভিযোগ করেন। তবে এখনো মামলা হয়েছে কিনা জানা যায়নি।