অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল Logo তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল Logo দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস Logo ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস Logo শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধন Logo বাউফলে ইউপি চেয়ারম্যান এসএম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন Logo বগুড়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo নন্দীগ্রামে তারেক রহমানের মামলা খালাসে বিএনপির আনন্দ মিছিল Logo নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা Logo লালমনিরহাট ব্যাটালিয়ন ( ১৫ বিজিবি) কর্তৃক ৩৬১ বোতল ভারতীয় স্কাপ সহ আটক- ১

ভুয়া জামিননামা দেওয়া সেই পেশকার রিমান্ডে

ঢাকা: বিচারকের সই জাল করে ভুয়া জামিননামায় শতাধিক আসামির মুক্তির ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহাকারী (পেশকার) মোসলেহ উদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল থেকে উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহর নেতৃত্বে দুদক কর্মকর্তাদের একটি দল তাঁকে সকাল থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

গতকাল রোববার মোসলেহ উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. শফিউল্লাহ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদক সূত্র জানিয়েছে, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে জালিয়াতির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোসলেহ উদ্দিন। আরও দুদিন জিজ্ঞাসাবাদ চলবে বলেও জানিয়েছে।

এর আগে একই মামলায় ওই এই জালিয়াতির ঘটনার মূল হোতা ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ এর আদালতের এমএলএসএস (পিয়ন) শেখ মো. নাঈমকে তিন দিনের রিমান্ডে এনে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হয়।

জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা কারাগারে পাঠিয়ে আসামিদের মুক্তির ব্যবস্থা করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে গত ১৩ জুলাই ঢাকা মহানগর দায়রা আদালতের প্রশাসনের পক্ষে নাজির ওবায়দুল হক আকন্দ বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই আদালতের পেশকার মোসলেহ উদ্দিন ও পিয়ন শেখ মোহাম্মদ নাঈমকে। মামলার দিনই গ্রেপ্তার হন মোসলেহ উদ্দিন। ভুয়া জামিননামার মাধ্যমে কারাগার থেকে দুর্র্ধষ অপরাধীদের মুক্তির ব্যবস্থা করে ২ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন মোসলেহ।

পরে মামলাটির তদন্তে নামে দুদক। গত ২২ আগস্ট দিবাগত রাত ১২টায় রাজধানীর আদাবর এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব-২।

দুদকের কাছে থাকা তথ্যমতে, বিচারকের সই জাল করে চলতি বছরের জানুয়ারি মাসে ১৪টি মামলায় ১৪ জন, ফেব্রুয়ারিতে ১০টি মামলার ২০ জন, মার্চ মাসে ১৪টি মামলার ২০ জন, এপ্রিল মাসে ১২টি মামলার ১৬ জন এবং মে মাসে ২৬টি মামলার ৪০ জন আসামির জামিনে মুক্ত করেন নাঈম ও ওই আদালতের মোসলেহ উদ্দিন।

Tag :

পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

ভুয়া জামিননামা দেওয়া সেই পেশকার রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫

ঢাকা: বিচারকের সই জাল করে ভুয়া জামিননামায় শতাধিক আসামির মুক্তির ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহাকারী (পেশকার) মোসলেহ উদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল থেকে উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহর নেতৃত্বে দুদক কর্মকর্তাদের একটি দল তাঁকে সকাল থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

গতকাল রোববার মোসলেহ উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. শফিউল্লাহ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদক সূত্র জানিয়েছে, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে জালিয়াতির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোসলেহ উদ্দিন। আরও দুদিন জিজ্ঞাসাবাদ চলবে বলেও জানিয়েছে।

এর আগে একই মামলায় ওই এই জালিয়াতির ঘটনার মূল হোতা ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ এর আদালতের এমএলএসএস (পিয়ন) শেখ মো. নাঈমকে তিন দিনের রিমান্ডে এনে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হয়।

জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা কারাগারে পাঠিয়ে আসামিদের মুক্তির ব্যবস্থা করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে গত ১৩ জুলাই ঢাকা মহানগর দায়রা আদালতের প্রশাসনের পক্ষে নাজির ওবায়দুল হক আকন্দ বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই আদালতের পেশকার মোসলেহ উদ্দিন ও পিয়ন শেখ মোহাম্মদ নাঈমকে। মামলার দিনই গ্রেপ্তার হন মোসলেহ উদ্দিন। ভুয়া জামিননামার মাধ্যমে কারাগার থেকে দুর্র্ধষ অপরাধীদের মুক্তির ব্যবস্থা করে ২ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন মোসলেহ।

পরে মামলাটির তদন্তে নামে দুদক। গত ২২ আগস্ট দিবাগত রাত ১২টায় রাজধানীর আদাবর এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব-২।

দুদকের কাছে থাকা তথ্যমতে, বিচারকের সই জাল করে চলতি বছরের জানুয়ারি মাসে ১৪টি মামলায় ১৪ জন, ফেব্রুয়ারিতে ১০টি মামলার ২০ জন, মার্চ মাসে ১৪টি মামলার ২০ জন, এপ্রিল মাসে ১২টি মামলার ১৬ জন এবং মে মাসে ২৬টি মামলার ৪০ জন আসামির জামিনে মুক্ত করেন নাঈম ও ওই আদালতের মোসলেহ উদ্দিন।