ঢাকা: “আসন্ন কোরবানির ঈদে গরু, মহিষ, ছাগল, ভেড়ার সংকট হবে না। চাহিদার চেয়ে বেশি পশু দেশে মজুত রয়েছে” বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী জানিয়েছেন, সরকার দেশি খামারে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশেই এখন প্রচুর কোরবানির পশু উৎপাদন হচ্ছে। আগামীতে চাহিদা পূরণের পর বাংলাদেশ বিদেশে পশু রফতানি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, উৎপাদনকারী, পাইকারী ও খুচরা ব্যবসায়ী এবং আমদানিকারকদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, কোরবানির ঈদে পশুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে।
তেল, পেঁয়াজ, রসুন, লবন, আদাসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে। সরবরাহ অব্যাহত রাখতে যাতে কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বিগত রমজানের ঈদে যেমন বাজার স্থিতিশীল ছিল, সামনের কোরবানির ঈদেও পণ্য মূল্য স্বাভাবিক থাকবে।
মন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন যে, বাজারের চাহিদার চেয়ে বেশি পণ্য এখন মজুত রয়েছে। এ সকল পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধি হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রতিবেশি দেশে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পেঁয়াজ আমদানির জন্য গৃহীত ঋণের সুদহার কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেয়ার পাশাপাশি মজুতের বিরুদ্ধে সরকার বাজার মনিটরিং জোরদার করেছে।
তিনি আরো বলেন, প্রতিবেশি অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ফলে দাম ইতোমধ্যে অনেক কমেছে। কয়েকদিনের মধ্যে মূল্য স্বাভাবিক হয়ে আসবে। আতংকিত হবার কোন কারণ নেই। বাজারে এখন চাহিদার চেয়ে অনেক বেশি পেঁয়াজ রয়েছে। দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।