
বাংলার খবর২৪.কম :হেট স্টোরি টু সিনেমায় অভিনয় করে রাতারাতি তরকা বনে গেছেন ভারতের ছোটে পর্দার অভিনেত্রী সুরভীন চাওলা। সম্প্রতি মুম্বাইয়ের জয়পুরে একটি ফ্যাশন অনুষ্ঠানে র্যাম্পে হাঁটেন বলিউডের এই অভিনেত্রী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান বিকিনিতে তার কোনো সমস্যা হয় না বরং এটি অনেক আরামদায়ক পোশাক। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এতে সুরভীন বলেন, সুইমিংপুল বা কোনো বিচে যখন সাঁতার কাটি তখন অবশ্যই আমি বিকিনি পরে থাকি। কারণ বিকিনি আদর্শ পোশাক। আর এটা যদি ১০ হাজার মানুষ দেখে তাতে আমার কোন সমস্যা নেই।
এ সময় তিনি তার প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গ টেনে বলেন, তিনি বিকিনি পরতে পারলে আমি কেন পারব না।
হেট স্টোরি টু সিনেমায় তার খোলামেলা দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার প্রথম সিনেমা ছিল। এছাড়া একটি সিনেমাতে বিকিনির দৃশ্য থাকবে কিনা এটা আমি কখোনই ভাবি না। আমি শুধু জানি এটা আমাকে করতে হবে।’
এ অভিনেত্রী আরো বলেন, ‘নিজের বাড়িতে বিকিনি পরা আর গোয়া বা থাইল্যান্ড এর সমুদ্র সৈকতে বিকিনি পরা আমার কাছে একই রকম। আর সিনেমাতেও বিকিনি পরতে আমি কখোনই বিব্রতবোধ করি না।