
বাংলার খবর২৪.কম :দ্বিতীয়বার মা হতে চলেছেন পপ গায়িকা শাকিরা। ৩৭ বছর বয়সী এই কলোম্বিয়ান সুন্দরী খবরটি নিশ্চিত করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছেন ২৭ বছর বয়সী জেরার্ডের সঙ্গে তার সম্পর্ক খুবই মধুর। তারা দু’জন ভালোবাসার বন্ধনে আবদ্ধ। ২০১০ সাল থেকে জেরার্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক শাকিরার। চার বছর আগে শাকিরার হিট গান ‘ওয়াকা ওয়াকা’র ভিডিওতে কাজ করার সময়ই জেরার্ড পিকে ও শাকিরার মধ্যে প্রেমের রসায়ন তৈরি হয়। এ তারকা জুটির প্রথম সন্তানের মিলানের জš§ হয় ১৯ মাস আগে। এবার দ্বিতীয় সন্তান নিয়ে খুবই আশাবাদী। শাকিরা বলেন, ‘মিলান তার খেলার সাথী পাবে, এটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয়।’ আসছে নভেম্বরে একটি কনসার্টে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন শাকিরা। আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ শাকিরার ঢাকায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।