অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

এবার স্বকণ্ঠে অপু বিশ্বাস

বাংলার খবর২৪.কম 500x350_0756f728f8d6776f81a3c8ef0e399f95_20130623-opu_23482বিনোদন : এখন পর্যন্ত মুক্তি পাওয়া কোনো ছবিতেই নিজে কণ্ঠ দেননি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তার হয়ে ডাবিংয়ের কাজটি এতদিন অন্য কেউ করে আসছিলেন। আর এ কারণে অভিনয় দেখতে পেলেও প্রিয় অভিনয়শিল্পী অপুর কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হতেন ভক্তরা।
ভক্তদের জন্য সুখবর হলো, এখন থেকে তারা অপুর ছবিগুলোতে অভিনয় দেখার পাশাপাশি তাদের প্রিয় তারকার কণ্ঠও শুনতে পারবেন। এরই মধ্যে ডাবিংয়ের কাজ শুরু করে দিয়েছেন অপু। এখন থেকে নিয়মিতই ছবির ডাবিং করে যাবেন বলে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমি মাঝে বেশ কিছুদিন সিনেমার কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। ওই সময়টাতে নিজেকে নতুনভাবে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেছি। আরও ভালো অভিনয় করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে, আরও বেশি প্রাণবন্ত অভিনয় করতে ডাবিংটা নিজে করলে ভালো হয়।
আর যেহেতু নিজের অনেক ধরনের পরিবর্তন নিয়ে চলচ্চিত্রে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছি, তাই ডাবিংটাকেও আয়ত্তে এনেছি। আশা করছি, কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোতে আমার ভক্ত-দর্শকেরা তা ভালোভাবেই টের পাবেন।’
এদিকে ডাবিং না করা প্রসঙ্গে অপু বলেন, ‘শুরুর দিকে সিনেমার শুটিং করার জন্য আমি বগুড়া থেকে ঢাকায় আসতাম। কাজ শেষ হলে আবার বগুড়ায় ফিরে যেতাম। ডাবিংয়ের জন্য প্রচুর সময়ের দরকার।’
‘সময়ের অভাবে তখন সিনেমার ডাবিং করা হতো না। তা ছাড়া প্রথমদিকে ডাবিংয়ের বিষয়টাও খুব একটা ভালো বুঝতাম না। আসলে খুব অল্প সময়ে আমার অনেক কাজ করা হয়েছিল, এটাও একটা ব্যাপার ছিল।’
আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে ২০০৪ সালে রুপালি পর্দায় যাত্রা শুরু হয় জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাসের। এ পর্যন্ত ৭০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে মুক্তি পেয়েছে ৬৭টি। বেশির ভাগ ছবিই দর্শক গ্রহণ করেছে।
এখন যেসব ছবিতে অপু ডাবিংয়ের কাজ করছেন, সেগুলো হচ্ছে— ‘শোধ’, ‘হিটম্যান’ ও ‘মনের ঠিকানা’। আশ্চর্যের বিষয় তিনটি ছবিতেই অপুর সহশিল্পী শাকিব খান।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

এবার স্বকণ্ঠে অপু বিশ্বাস

আপডেট টাইম : ০২:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম 500x350_0756f728f8d6776f81a3c8ef0e399f95_20130623-opu_23482বিনোদন : এখন পর্যন্ত মুক্তি পাওয়া কোনো ছবিতেই নিজে কণ্ঠ দেননি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তার হয়ে ডাবিংয়ের কাজটি এতদিন অন্য কেউ করে আসছিলেন। আর এ কারণে অভিনয় দেখতে পেলেও প্রিয় অভিনয়শিল্পী অপুর কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হতেন ভক্তরা।
ভক্তদের জন্য সুখবর হলো, এখন থেকে তারা অপুর ছবিগুলোতে অভিনয় দেখার পাশাপাশি তাদের প্রিয় তারকার কণ্ঠও শুনতে পারবেন। এরই মধ্যে ডাবিংয়ের কাজ শুরু করে দিয়েছেন অপু। এখন থেকে নিয়মিতই ছবির ডাবিং করে যাবেন বলে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমি মাঝে বেশ কিছুদিন সিনেমার কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। ওই সময়টাতে নিজেকে নতুনভাবে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেছি। আরও ভালো অভিনয় করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে, আরও বেশি প্রাণবন্ত অভিনয় করতে ডাবিংটা নিজে করলে ভালো হয়।
আর যেহেতু নিজের অনেক ধরনের পরিবর্তন নিয়ে চলচ্চিত্রে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছি, তাই ডাবিংটাকেও আয়ত্তে এনেছি। আশা করছি, কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোতে আমার ভক্ত-দর্শকেরা তা ভালোভাবেই টের পাবেন।’
এদিকে ডাবিং না করা প্রসঙ্গে অপু বলেন, ‘শুরুর দিকে সিনেমার শুটিং করার জন্য আমি বগুড়া থেকে ঢাকায় আসতাম। কাজ শেষ হলে আবার বগুড়ায় ফিরে যেতাম। ডাবিংয়ের জন্য প্রচুর সময়ের দরকার।’
‘সময়ের অভাবে তখন সিনেমার ডাবিং করা হতো না। তা ছাড়া প্রথমদিকে ডাবিংয়ের বিষয়টাও খুব একটা ভালো বুঝতাম না। আসলে খুব অল্প সময়ে আমার অনেক কাজ করা হয়েছিল, এটাও একটা ব্যাপার ছিল।’
আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে ২০০৪ সালে রুপালি পর্দায় যাত্রা শুরু হয় জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাসের। এ পর্যন্ত ৭০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে মুক্তি পেয়েছে ৬৭টি। বেশির ভাগ ছবিই দর্শক গ্রহণ করেছে।
এখন যেসব ছবিতে অপু ডাবিংয়ের কাজ করছেন, সেগুলো হচ্ছে— ‘শোধ’, ‘হিটম্যান’ ও ‘মনের ঠিকানা’। আশ্চর্যের বিষয় তিনটি ছবিতেই অপুর সহশিল্পী শাকিব খান।