
রূপগঞ্জ ঃ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার এসিআই সল্ট ইন্ডাষ্ট্রিজ নামক কারখানার লবনাক্তের কারণে স্থানীয় বসবাসরত ঘরবাড়ির টিনের চালা ও পাকা দালান ঘরের রং ও প্লাস্টার খসে পড়ছে। নতুন নির্মিত ঘরের টিনের চালা ৩ মাসের মধ্যেই মরিচা পড়ছে। এতে এলাকার লোকজনের মধ্যে হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনের কাছেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে জানা যায়, মুড়াপাড়াস্থ মঙ্গলখালী এলাকায় এসিআই সল্ট ইন্ডাষ্ট্রিজ নামক লবন কারখানাটি বসত বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠে। বিধি অনুযায়ী বসত বাড়ির নিকট কোনো ধরণের লবন কারখানার অনুমোদন না দেয়ার কথা থাকলেও রহস্যজনক অনুমোদন পেয়েই কারখানাটি গড়ে ওঠে। মঙ্গলখালী এলাকার বাসিন্দা শাহ জাহান মিয়া জানায়, আমার বসতবাড়ির টিনগুলো চলতি বছর জানুয়ারীতে পরিবর্তন করা হয়েছিল। আবারো ঘরের পুরো টিনে মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এখন সামান্য বৃষ্টিতেই ঘরের চালা দিয়ে পানি পড়ে।
মঙ্গলখালী এলাকার শাহ আলম জানান, আমার পাকা দেয়ালে চার মাস হয় রং করেছি। এ রং গুলো ওঠে যাচ্ছে। মাজেদা বেগম (৫৬) বলেন, এই কারখানা নির্মাণের পর থেকে আমার আম গাছে আর আম ধরেনি। কারখানার আশপাশের কোনো ফসল হয় না। কত কইরা চেয়ারম্যানরে জানাইলাম কোন প্রতিকার পাইনি। ক্ষতিগ্রস্থ শরফুদ্দিন, আব্দুল কাদির অভিযোগ করে বলেন, মুড়াপাড়া ইউপি সদস্য আব্দুল জব্বার মিয়া স্থানীয় এসিআই সল্ট ইন্ডাষ্ট্রিজের ঠিকাদার হিসেবে নিয়োজিত। তাকেও অনেকবার জানাইছি কোন প্রতিকার হয়নি। কারখানা কর্র্তৃপক্ষেরও কোন মাথা ব্যথা নেই।
স্থানীয় রাজনৈতিক দলের কিছু নেতাদের মদদে কারখানার বিশেষ কোনো ব্যবস্থা না করেই উৎপাদন অব্যাহত রেখেছে। এ ওতব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি। ঠিকাদার আব্দুল জব্বার মিয়া জানান, ২ বছর আগে এ ধরণের সমস্যা ছিল। কিন্তু উন্নত যন্ত্রপাতি বসানোর পর এ ধরণের আর কোনো সমস্যা নেই।
এ বিষয়ে এসিআই সল্ট ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপক নেয়ামুল হক জানান, আমাদের কারখানার লবনাক্তের কারণে কারো বসতভিটা ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি আমাদের জানা নেই। তবে প্রথম দিকে কিছুটা সমস্যা ছিল। এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করলে তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।