বাংলার খবর২৪.কম: গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের বিধিমালা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের আওতায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার বিধিমালা পরিবর্তন করা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়ার আগে তাদের মতামত নেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বোধহয় নেওয়া হয়নি।
বিধিমালা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন বাংলাদেশ ব্যাংকের করার কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে যে তারা এ দায়িত্ব পালন করতে পারবে না। এ অবস্থায় নির্বাচনের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক অপারগতা প্রকাশ করেছে তাই এ দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে।
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের নির্বাচন পরিচালনা বিধিমালা পরিবর্তন করা হবে : অর্থমন্ত্রী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪
- ১৯২২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ