ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে জাল টাকা ও জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসায়ীচক্রের ৩সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। শুক্রবার রাতে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. আ. রাজ্জাক মল্লিক, মো. রমজান মুন্সি ও মো. সেন্টু ইসলাম ওরফে তসলিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ৮লাখ ২০ হাজার টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও ১০লাখ ৪হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। তারা জাল নোট ও জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারী মো. মামুনের কাছ থেকে এগুলো কিনে ৫-৬ বছর ধরে এ কাজ করে আসছে।
ঢাকা মহানগর ও আশপাশের জেলায় খুচরা অথবা পাইকারিভাবে এগুলো সরবরাহ করত। এদের সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।