
বগুড়া : বগুড়ার ধুনটে মদপান করার সময় গ্রেফতারকৃত ৪ মাদকসেবীকে ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ও যুবলীগের হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক কনষ্টেবল আহত হয়েছেন। শনিবার রাত ১১টায় উপজেলার এলাঙ্গী বাজারে এঘটনা ঘটে। এঘটনায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলালসহ ১১জনের বিরুদ্ধে থানায় মামলা হলে পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
মামলা ও স্থানীয়সূত্রে জানাযায়, শনিবার রাতে উপজেলার এলাঙ্গী বাজারের মাছপট্টি এলাকায় মদপান করার সময় শৈলমারী গ্রামের ডাক্তার রঞ্জু মিয়া (৩০), এলাঙ্গী গ্রামের আবু হানিফ (৩০) একই গ্রামের লাভলু মিয়া (২৮) ও মিঠু মিয়াকে (৩২)পুলিশ গ্রেফতার করে । এ খবর শুনে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলালের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে পুলিশের গতিরোধ করে। একপর্যায়ে তারা গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের উপর হামলা চালিয়ে ৪ মাদক সেবীকে ছিনিয়ে নেয়। হামলায় ধুনট থানার এসআই ফারুক হোসেন, এএসআই ফজলুল হক ও কনষ্টেবল আনোয়ার হোসেন আহত হন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শাহীন আলম (৪৮), সদস্য লিপ্টন মিয়া (৪০), আব্দুল মান্নান (৩০), শাহা আলী (৩০) এবং ইউনিয়ন যুবলীগের সদস্য জিয়ারুল ইসলাম (৩২) ও সুমন সরকারকে (৩২) গ্রেফতার করে। এঘটনায় এসআই মিলন কুমার চাটার্জী বাদী হয়ে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালসহ ১১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত ৬ ব্যক্তিকে গ্রেফতার করে রোববার দুুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।