পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল নেতার Logo বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ Logo ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি Logo বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে সুরঙ্গ পথ তৈরি করা হয়েছে ইট ভাটার মালামাল পরিবহনের জন্য। Logo নওগাঁয় সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার Logo নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ Logo হাতীবান্ধায় সাংবাদিক শাহিনের উপর সন্ত্রাসী হামলা!

শীতলক্ষ্যার বুক জুড়ে বেপরোয়াভাবে চলছে বাল্কহেড ॥ মৃত্যু আতঙ্কে নৌ পারাপার যাত্রী সাধারণ

শীতলক্ষ্যার বিশাল বুক দখল করে এলোপাথারী বয়ে চলা ঘাতক বাল্কহেডের ধাক্কায় একের পর এক নৌকা ও ট্রলার ডুবিতে প্রাণহানির ঘটনা ঘটলেও ওদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। ওরা মানছেনা কোন নিয়মনীতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তোয়াক্কা না কওে দিনে দিনে ওরা হয়ে ওঠেছে অপ্রতিরোধ্য। অনাকাঙ্খিত অকাল মৃত্যু ও দূর্ঘটনা এড়াতে নৌ-পুলিশ ও বাল্কহেড মালিক সমিতি একাধিকবার বৈঠক করে এসব বাল্কহেড চলাচলে নানা প্রকার বাধাধরা নিয়ম করলেও এক সময় হয়ে যায় তা আই ওয়াস মাত্র। ফলে শত নিয়ম কানুন সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রতিদিন নৌ-পথে টহলরত নৌ পুলিশকে কিছু নগদ নজরানা দিয়ে চরম বেপরোয়া ও স্বেচ্ছাচারিতায় শীতলক্ষ্যা নদীতে অব্যহতভাবে চলছে বাল্কহেডগুলো। আর প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বন্দর ও আশপাশের খেঁয়াঘাটগুলোতে সময় ও জীবনের প্রয়োজনে নদী পারাপার হচ্ছে প্রতিদিনের কর্মসন্ধানী মানুষগুলো।
প্রতিদিনের কর্মমুখী পারাপার যাত্রীদের দূর্ঘটনা ভীতি ও মৃত্যুভয় কাটাতে কোন পথ অবলম্বন করা উচিত জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ্জ সাব ইন্সপেক্টর আবু তাহের জানান, এসব বেপরোয়া বাল্কহেডের মালিক ও চালক সমিতির সাথে কথাবলে ইতিপূর্বে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু ওরা কেবলই বেপরোয়া। আমার পুলিশতো যথেষ্ঠ ভুমিকা রেখে চলেছে। এতে করে বালু বোঝাই বাল্কহেড গুলোকে ধরা গেলেও খালি বাল্কহেড গুলোকে সিগন্যাল দিয়েও অনেক সময় ধরা যাচ্ছে না। সবচেয়ে বড় ভয় ঐ খালি বাল্কহেড গুলো। কারন খালি অবস্থায় এগুলো অনেক উঁচু হয়ে যায়, তাই ওদেও থামানো যায়না। তাছাড়া রাতের বেলা এসব বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হলেও ওদেও তা মানানো যাচ্ছে না। তবুও ওদের মালিক সমিতির সভাপতি সম্পাদক তথা নেতাদের নিয়ে আবারও বসে একটা পথ অবলম্বন করবো আশা রাখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যার বুক জুড়ে বেপরোয়াভাবে চলছে বাল্কহেড ॥ মৃত্যু আতঙ্কে নৌ পারাপার যাত্রী সাধারণ

আপডেট টাইম : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫

শীতলক্ষ্যার বিশাল বুক দখল করে এলোপাথারী বয়ে চলা ঘাতক বাল্কহেডের ধাক্কায় একের পর এক নৌকা ও ট্রলার ডুবিতে প্রাণহানির ঘটনা ঘটলেও ওদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। ওরা মানছেনা কোন নিয়মনীতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তোয়াক্কা না কওে দিনে দিনে ওরা হয়ে ওঠেছে অপ্রতিরোধ্য। অনাকাঙ্খিত অকাল মৃত্যু ও দূর্ঘটনা এড়াতে নৌ-পুলিশ ও বাল্কহেড মালিক সমিতি একাধিকবার বৈঠক করে এসব বাল্কহেড চলাচলে নানা প্রকার বাধাধরা নিয়ম করলেও এক সময় হয়ে যায় তা আই ওয়াস মাত্র। ফলে শত নিয়ম কানুন সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রতিদিন নৌ-পথে টহলরত নৌ পুলিশকে কিছু নগদ নজরানা দিয়ে চরম বেপরোয়া ও স্বেচ্ছাচারিতায় শীতলক্ষ্যা নদীতে অব্যহতভাবে চলছে বাল্কহেডগুলো। আর প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বন্দর ও আশপাশের খেঁয়াঘাটগুলোতে সময় ও জীবনের প্রয়োজনে নদী পারাপার হচ্ছে প্রতিদিনের কর্মসন্ধানী মানুষগুলো।
প্রতিদিনের কর্মমুখী পারাপার যাত্রীদের দূর্ঘটনা ভীতি ও মৃত্যুভয় কাটাতে কোন পথ অবলম্বন করা উচিত জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ্জ সাব ইন্সপেক্টর আবু তাহের জানান, এসব বেপরোয়া বাল্কহেডের মালিক ও চালক সমিতির সাথে কথাবলে ইতিপূর্বে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু ওরা কেবলই বেপরোয়া। আমার পুলিশতো যথেষ্ঠ ভুমিকা রেখে চলেছে। এতে করে বালু বোঝাই বাল্কহেড গুলোকে ধরা গেলেও খালি বাল্কহেড গুলোকে সিগন্যাল দিয়েও অনেক সময় ধরা যাচ্ছে না। সবচেয়ে বড় ভয় ঐ খালি বাল্কহেড গুলো। কারন খালি অবস্থায় এগুলো অনেক উঁচু হয়ে যায়, তাই ওদেও থামানো যায়না। তাছাড়া রাতের বেলা এসব বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হলেও ওদেও তা মানানো যাচ্ছে না। তবুও ওদের মালিক সমিতির সভাপতি সম্পাদক তথা নেতাদের নিয়ে আবারও বসে একটা পথ অবলম্বন করবো আশা রাখছি।