বাংলার খবর২৪.কম: পাকিস্তানে রাজনৈতিক সংকট চলছেই। এরই মধ্যে উত্তেজনার পারদ একপ্রস্ত বাড়িয়ে দিলেন ইমরান হাশমি। কেন? উত্তর খুঁজতে অবশ্য সাত সমুদ্র পাড়ি দিতে হয়নি।
স্রেফ একটা চুমু। আর তাতেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনা চরমে। না-না, এতে কূটনীতির কোনো সম্পর্ক নেই। পুরোটাই বিনোদনের ব্যাপার। কিন্তু তাতেও ছাড় নেই।
রাজা নটবরলাল ছবিতে ইমরান হাশমি আর হুমাইমা মালিকের একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রয়েছে। হুমাইমা এই মুহূর্তে পাকিস্তানের এক্কেবারে প্রথম সারির নায়িকা। পারিশ্রমিক পাওয়ার নিরিখেও তিনি এক নম্বরে। সেই সেরা নায়িকার ওষ্ঠচুম্বন নিয়ে তার নিজের দেশে একেবারে শোরগোল পড়ে গেছে। কোনো ভারতীয় নায়কের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা নাকি সেখানকার সমাজের একটা বড় অংশ মেনে নেবে না। তাই রাজা নটবরলাল পাকিস্তানে রিলিজের আগে ওই চুম্বনদৃশ্য ছেঁটে ফেলা হতে পারে।
নায়িকা অবশ্য গোটা দায় পরিচালকের ওপর চাপিয়ে হাত ধুয়ে ফেলেছেন। বলেছেন, আমি সহ-অভিনেতার সঙ্গে ওষ্ঠচুম্বনে একেবারেই রাজি ছিলাম না। ভারতে ঘনিষ্ঠতা দেখাতে এমন দৃশ্য থাকে মাঝেমধ্যে। আমার পরিচালক আমাকে বুঝিয়ে দেন, রোমান্স দেখাতেই এটা দরকার। এটা কখনোই অশ্লীল হবে না। অগত্যা…’। তা নায়িকা যতই হাত ধুয়ে ফেলুন, বিতর্ক একেবারে থেমে যাবে না, এটা স্পষ্ট। এমনিতেই পাকিস্তানের অন্দরমহলে রাজনৈতিক সংকট চলছে। তার মধ্যে বিনোদনের জগতে এই টানাপোড়েন ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে দাঁড়াতে পারে। ইমরানের চুমু নিয়ে আগেও কম বিতর্ক হয়নি। এক সময় ছবিতে পরপর ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যের জন্য আলোচনায় ফিরে-ফিরে আসতেন ইমরান৷ এবার ঠিক তিনি নন, চুমুর জন্য বিতর্কে তার নায়িকা।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া বাংলা।