
ঢাকা: ঢাকায় আমেরিকান ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসীদের হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের একদিন আগেই সতর্ক করেছে।
দ্য আমেরিকান অ্যাম্বাসি এমপ্লয়িজ এসোসিয়েশন (এইইএ)-এর ব্যবস্থাপনা বিভাগ আজ মঙ্গলবার সকালে ক্লাবের সদস্যদের প্রতি সতর্কতামূলক একটি ই-মেইল পাঠিয়েছে।
আমেরিকান অ্যাম্বাসির পাঠানো ই-মেইলে বলা হয়েছে- ‘প্রিয় সদস্য, অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এইইএ বন্ধ থাকবে’। এর একদিন আগে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে বসবাসরত তার নাগরিকদের সতর্ক করেছে। তাতে বলা হয় তারা তথ্য পেয়েছে যে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। এতে মার্কিন নাগরিকদের কোন জমায়েতে, যেখানে বিদেশীরা সমবেত হতে পারেন, সে সব স্থানে উপস্থিতি সীমিত রাখতে বলেছে। তাদের ওয়েবসাইটে ঢাকার রেস্তোরাঁ, হোটেল, অন্যান্য স্থান যেখানে বিদেশীরা ঘন ঘন সমবেত হন- এমন সব খোলা স্থানে মার্কিন নাগরিকদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।