রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা,: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য অধিদপ্তরের তেমন কোন কার্যক্রম নেই। কার্যালয়ের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। তিনি মাসে ২ থেকে ৪ দিন অফিস করেন। বাকি সময় কার্যালয়ে তালাবদ্ধ থাকে। দুই জন কর্মচারী কার্যালয়ের একটি কক্ষ খোলা রাখেন। দরিদ্র ঘরের মানুষগুলো স্যানেটেশন ও পানি সমস্যা সংক্রান্তসহ বিভিন্ন বিষয়ে জানতে এসে উপ-সহকারী প্রকৌশলীকে না পেয়ে ক্ষোভ ঝেড়ে চলে যান। আবার অনেকেই জানেননা এখানে জনস্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় রয়েছে। সব সময় জনস্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের কার্যক্রম চালু রাখার কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা তেমন কোন কার্যক্রম চালান না। জনস্বাস্থ্য অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ৪ বছর আগে উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্ব পান মনিরুজ্জামান ভূঁইয়া। দায়িত্ব পাওয়ার পর থেকে মাসে ২ থেকে ৪ দিন অফিস করেন তিনি। বাকি সময় তিনি ব্যক্তি কাজে উপজেলার বাহিরে থাকেন। মাঝে মাঝে সহকারী কর্মকর্তা আলী আকবর কার্যালয়ে আসেন। তাও ২ থেকে ৩ ঘণ্টা সময় দিয়ে চলে যান। এ কার্যালয়ে ২ জন কর্মকর্তাসহ মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। আঞ্জুমান আক্তার ও আলতাফ হোসেন নামে দুই কর্মচারী ব্যতিত কাউকে কার্যালয়ে পাওয়া যায় না। উপস্থিত কর্মচারীদের জিজ্ঞেস করা হলে বলা হয় কেউ অসুস্থ, কেউ অফিসের কাজে বাহিরে রয়েছে, আবার কেউ ছুটি নিয়েছে। অযুহাতের যেন শেষ নেই। উপজেলার বিভিন্ন এলাকার টিউবঅয়েল গুলোতে পানি বিশুদ্ধ আছে কি না, পানি খাবার উপযোগী করে নিশ্চিত করা, নির্মাণাধীন টিউবঅয়েলগুলো সচল আছে কি না, গ্রাম, পাড়া মহল্লাসহ অলিগলিতে খোলা পায়খানা বন্ধে মানুষ সচেতন করা, স্যানেটেশন বিষয়ে মানুষকে ধারণা দেয়াসহ বিভিন্ন উপদেশমূলক কার্যক্রম করার কথা থাকলেও এসব কিছুই করা হয় না। জানা গেছে, ২০১৩ সালে সরকারের বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন এলাকায় ৮০টি টিউবঅয়েল স্থাপন করা হয়। স্থাপিত টিউবঅয়েলগুলো বেশির ভাগই অকেজো হয়ে পড়েছে। এসব টিউবঅয়েল মেরামত বা দেখভাল করার কথা থাকলেও তারা তা করেন না। উপজেলা বিভিন্ন এলাকার দরিদ্রঘরের মানুষগুলো স্যানিটেশন বিষয়ে পরামর্শের জন্য এসে জন স্বাস্থ্য কার্যালয় বন্ধ থাকতে দেখে চলে যান। দাউদপুরের বৈলদা এলাকার কৃষক আমির আলী বলেন, বিভিন্ন বিষয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে গিয়েও লোকজন পাওয়া যায়না। সকালে গেলে বলা হয় বিকেলে আসেন। আবার বিকেলে গেলে বলা হয় সকালে আসেন। তাই কেউ কোন পরামর্শের জন্যও এখন ওই কার্যালয়ে যাননা। ভুলতা এলাকার ইমান আলী বলেন, জনস্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক দায়িত্ব পালন করতো তাহলে মানুষ এসব বিষয়ে মানুষ অনেকটা সচেতন হতো। সমাজ সেবীকা শামীমা সুলতানা ওমা বলেন, এখনও বেশ কয়েকটি গ্রামে খোলা পায়খানা ব্যবহার করা হচ্ছে। ওই সব গ্রামে স্যানিটেশন বিষয়ে প্রচারণা চালানো দরকার। এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, কার্যক্রম নিয়মিত হচ্ছে। এছাড়া অফিসের কাজে বেশির ভাগ সময়ই আমার বাহিরে থাকতে হয়। তাই অফিসে অনেকে পান না। এছাড়া যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তবে ঈদের পর অফিসে আসেননি বলে তিনি দাবি করেন। অপর সহকারী কর্মকর্তা আলী আকবরের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
শিরোনাম :
রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কোন কার্যক্রম নেই
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:১৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫
- ১৬১৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ