জামালপুর : বাল্য বিয়ের কি জ্বালা সেটা আমি নিজে ভুগছি। আমার বাবা পছন্দ করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলের কাছে আমাদের ভাই বোনদের কাউকে না জানিয়ে আমার ১২ বছরের ছোট বোনকে বিয়ে দেয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেই ছেলেটি আব্দুর রহমান এরপর শায়খ আব্দুর রহমান থেকে জঙ্গী নেতা হিসেবে পরিণত হয়েছিল।
আজ আমরা তার আত্মীয় হবার কারণে আমার পরিবারটি সামাজিকভাবে হেয়পতিপন্ন হয়েছে। আমার বোনটিও আজ কলঙ্ক নিয়ে বেঁচে আছে।
তিনি শনিবার জামালপুরে মিনা দিবস উপলক্ষে বাল্য বিবাহ রোধে সচেতনা ও শিক্ষার মেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের কোন জেলায় কি হলো তা দেখা দরকার নেই আমার। কিন্তু আজ থেকে জামালপুরে কোনো বাল্য বিয়ে হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট কাজীদের নিতে হবে। কোনো কাজী যদি তার সহকারীদের হাতে কাবিন রেজিস্ট্রেরি বই তুলে দেন এবং তাদের পাঠিয়ে বিয়ে পড়ান তাহলে সেই কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশু বিবাহ দিয়ে কেউ করো নাকো ভুল, প্রত্যেক শিশু যেন এক একটি ফুল এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে পালন করা হয়েছে মিনা দিবস।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী উপস্থিত ছিলেন।