পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল নেতার Logo বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ Logo ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি Logo বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে সুরঙ্গ পথ তৈরি করা হয়েছে ইট ভাটার মালামাল পরিবহনের জন্য। Logo নওগাঁয় সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার Logo নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ Logo হাতীবান্ধায় সাংবাদিক শাহিনের উপর সন্ত্রাসী হামলা!

বিদেশি হত্যা নিয়ে রাজনৈতিক দোষারোপের প্রবণতা

ঢাকা : বাংলাদেশে অল্প সমযয়ের ব্যবধানে দু’জন বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনার তদন্তে দৃশ্যত তেমন কোনো অগ্রগতি না হলেও এ নিয়ে দেশটিতে সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার অনেকটা সরাসরিই বিদেশি হত্যার ঘটনার জন্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে এই দাবিকে অর্থহীন কথা বলে বর্ণনা করে বলা হয়েছে যে সরকার ব্যর্থতার দায় এড়াতে এ ধরণের দাবি করছে।

ইতালি আর জাপানের দু’জন নাগরিক খুন হওয়ার প্রাথমিকভাবে জঙ্গিরা দায়ী এমনটা মনে করা হলেও সরকারের পক্ষ থেকে এসব ঘটনার জন্যে বিএনপি ও জামায়তকে দায়ী করার প্রবণতাই এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বলেছিলেন যে বিদেশি হত্যাকা-ের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে।

তবে শনিবার ঢাকায় আইনজীবীদের এক অনুষ্ঠানে তিনি বিদেশি হত্যাকা-ের জন্যে অনেকটা সরাসরিই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেন।

বিগত সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন। তার ছেলে তারেক রহমানও বিগত তত্বাবধায়ক সরকারের সময় থেকেই লন্ডন প্রবাসী।

ঢাকায় শনিবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, এর আগে তিনি দেশে বসে দেশের মানুষ হত্যা করেছেন। এখন বিদেশে বসে তিনি দেশের মধ্যে বিদেশিদের হত্যা করে আতংক সৃষ্টি করিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

শেখ হাসিনা বলেন, এটা হচ্ছে তার (খালেদা জিয়ার) ‘আন্দোলনের নতুন কৌশল’। দেশ ও সরকারের বদনাম করার জন্য খালেদা জিয়া বিদেশে লবিস্ট রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে যখন বিশ্বজুড়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইসলামিক স্টেট বা আইএসের কোনো কর্মকা- বাংলাদেশে নেই, যদিও এর আগে আইএসের সঙ্গে জডতি থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হযয়েছিল।

সাম্প্রতিক বিদেশি হত্যাকা-ের দায় আইএস স্বীকার করেছে বলে দাবী করা হলেও এসব ঘটনার জন্যে এখন একেবারে উচ্চ পর্যায় থেকে দায়ী করা হচ্ছে বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়াকে।

কীসের ভিত্তিতে সরকারের এই দাবী, তা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া বিদেশে যাবার পর থেকেই বিদেশিদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। তিনি বলেন, এর আগে দেশের মানুষকে হত্যা করে যখন সুফল পাওয়া যায়নি – তাই এবার বিদেশিদের ওপর হামলা করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে।

হানিফ বলেন, মনে হয় তার এবং তার পুত্রের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে তার বিচার বাধাগ্রস্ত করা এবং সরকারকে বিব্রত ও হেয় করার জন্যই এটা ঘটানো হচ্ছে।

তবে বিএনপির নেতারা পাল্টা অভিযোগ করছেন যে সরকার বিদেশিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থতার দায়ভার এখন চাপাচ্ছে বিএনপির ওপর, যাকে তারা বর্ণনা করছেন, সরকারের পুরানো খেলা হিসেবে।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো গোপন সফর নয়, বরং চিকিৎসার জন্যে লন্ডনে রয়েছেন। ‘যা খুশি তাই বলা তাদের স্বভাবে অংশ হয়ে গেছে, দেশের মানুষও এসব কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এসব অর্থহীন কথা, যার কোনো যুক্তি নেই, প্রমাণ নেই’ – বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

নজরুল ইসলাম খান বলেন, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বহীন কথার জন্যই আমরা সারা বিশ্বে একঘরে হয়ে পড়ছি।

কিন্তু বিদেশি হত্যার জন্যে সরকারের পক্ষ থেকে দোষারোপ কি খালেদা জিয়ার দেশে ফেরাকে কঠিন করে তুলতে পারে? – এমন এক প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, এভাবে খালেদা জিয়াকে ভয় দেখানো যাবে না।

আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফও মনে করেন, খালেদা জিয়ার দেশে ফেরার ক্ষেত্রে সরকার কোনো বাধার সৃষ্টি করবে না, এবং বিএনপি চেয়ারপারসন যেকোনো অভিযোগ দেশে ফিরে আইনী পথে মোকাবেলা করবেন বলে তিনি আশা করেন।

শেখ হাসিনা এমন এক সময় এ কথা বললেন, যখন বিদেশি নাগরিক হত্যাকান্ড ছাড়াও, সম্প্রতি দুটি বিদেশি ক্রিকেট দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে খেলতে আসা স্থগিত করেছে।

ঢাকায় কিছু দূতাবাস বিদেশিদের চলাফেরার সময় সতর্কতার পরামর্শ দিয়েছে। সর্বশেষ ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে বলেছে, সেখানে পশ্চিমা নাগরিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের মতো আক্রমণের আশংকা আছে।

সূত্র:বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদেশি হত্যা নিয়ে রাজনৈতিক দোষারোপের প্রবণতা

আপডেট টাইম : ০২:২৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫

ঢাকা : বাংলাদেশে অল্প সমযয়ের ব্যবধানে দু’জন বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনার তদন্তে দৃশ্যত তেমন কোনো অগ্রগতি না হলেও এ নিয়ে দেশটিতে সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার অনেকটা সরাসরিই বিদেশি হত্যার ঘটনার জন্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন।

তবে বিএনপির পক্ষ থেকে এই দাবিকে অর্থহীন কথা বলে বর্ণনা করে বলা হয়েছে যে সরকার ব্যর্থতার দায় এড়াতে এ ধরণের দাবি করছে।

ইতালি আর জাপানের দু’জন নাগরিক খুন হওয়ার প্রাথমিকভাবে জঙ্গিরা দায়ী এমনটা মনে করা হলেও সরকারের পক্ষ থেকে এসব ঘটনার জন্যে বিএনপি ও জামায়তকে দায়ী করার প্রবণতাই এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বলেছিলেন যে বিদেশি হত্যাকা-ের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে।

তবে শনিবার ঢাকায় আইনজীবীদের এক অনুষ্ঠানে তিনি বিদেশি হত্যাকা-ের জন্যে অনেকটা সরাসরিই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেন।

বিগত সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে অবস্থান করছেন। তার ছেলে তারেক রহমানও বিগত তত্বাবধায়ক সরকারের সময় থেকেই লন্ডন প্রবাসী।

ঢাকায় শনিবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, এর আগে তিনি দেশে বসে দেশের মানুষ হত্যা করেছেন। এখন বিদেশে বসে তিনি দেশের মধ্যে বিদেশিদের হত্যা করে আতংক সৃষ্টি করিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

শেখ হাসিনা বলেন, এটা হচ্ছে তার (খালেদা জিয়ার) ‘আন্দোলনের নতুন কৌশল’। দেশ ও সরকারের বদনাম করার জন্য খালেদা জিয়া বিদেশে লবিস্ট রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে যখন বিশ্বজুড়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইসলামিক স্টেট বা আইএসের কোনো কর্মকা- বাংলাদেশে নেই, যদিও এর আগে আইএসের সঙ্গে জডতি থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হযয়েছিল।

সাম্প্রতিক বিদেশি হত্যাকা-ের দায় আইএস স্বীকার করেছে বলে দাবী করা হলেও এসব ঘটনার জন্যে এখন একেবারে উচ্চ পর্যায় থেকে দায়ী করা হচ্ছে বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়াকে।

কীসের ভিত্তিতে সরকারের এই দাবী, তা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া বিদেশে যাবার পর থেকেই বিদেশিদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। তিনি বলেন, এর আগে দেশের মানুষকে হত্যা করে যখন সুফল পাওয়া যায়নি – তাই এবার বিদেশিদের ওপর হামলা করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে।

হানিফ বলেন, মনে হয় তার এবং তার পুত্রের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে তার বিচার বাধাগ্রস্ত করা এবং সরকারকে বিব্রত ও হেয় করার জন্যই এটা ঘটানো হচ্ছে।

তবে বিএনপির নেতারা পাল্টা অভিযোগ করছেন যে সরকার বিদেশিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থতার দায়ভার এখন চাপাচ্ছে বিএনপির ওপর, যাকে তারা বর্ণনা করছেন, সরকারের পুরানো খেলা হিসেবে।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো গোপন সফর নয়, বরং চিকিৎসার জন্যে লন্ডনে রয়েছেন। ‘যা খুশি তাই বলা তাদের স্বভাবে অংশ হয়ে গেছে, দেশের মানুষও এসব কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এসব অর্থহীন কথা, যার কোনো যুক্তি নেই, প্রমাণ নেই’ – বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

নজরুল ইসলাম খান বলেন, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বহীন কথার জন্যই আমরা সারা বিশ্বে একঘরে হয়ে পড়ছি।

কিন্তু বিদেশি হত্যার জন্যে সরকারের পক্ষ থেকে দোষারোপ কি খালেদা জিয়ার দেশে ফেরাকে কঠিন করে তুলতে পারে? – এমন এক প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, এভাবে খালেদা জিয়াকে ভয় দেখানো যাবে না।

আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফও মনে করেন, খালেদা জিয়ার দেশে ফেরার ক্ষেত্রে সরকার কোনো বাধার সৃষ্টি করবে না, এবং বিএনপি চেয়ারপারসন যেকোনো অভিযোগ দেশে ফিরে আইনী পথে মোকাবেলা করবেন বলে তিনি আশা করেন।

শেখ হাসিনা এমন এক সময় এ কথা বললেন, যখন বিদেশি নাগরিক হত্যাকান্ড ছাড়াও, সম্প্রতি দুটি বিদেশি ক্রিকেট দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে খেলতে আসা স্থগিত করেছে।

ঢাকায় কিছু দূতাবাস বিদেশিদের চলাফেরার সময় সতর্কতার পরামর্শ দিয়েছে। সর্বশেষ ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে বলেছে, সেখানে পশ্চিমা নাগরিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের মতো আক্রমণের আশংকা আছে।

সূত্র:বিবিসি