
বাংলার খবর২৪.কম :ম্যাক্সিম ম্যাগাজিনের কভারে আবারও খোলামেলাভাবে পোজ দিয়েছেন নার্গিস ফাখরি। ম্যাগাজিনটির সেপ্টেম্বর সংখ্যায় দেখা যাবে অর্ধনগ্ন নার্গিসকে। কালো সুইম স্যুটে নার্গিসের পারফেক্ট ফিগার ম্যাগাজিনের কভারকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বেশ সেক্সি লুকেই দেখা গেছে নার্গিস ফাখরিকে। এরই মধ্যে নার্গিসের ছবি নিয়ে সরগরম হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যম। ম্যাক্সিম ম্যাগাজিনে এবারই প্রথম নন, এর আগেও খোলামেলা নার্গিসকে দেখা গেছে।