
বাংলার খবর২৪.কম: এখন বাংলাদেশেও গেম তৈরি হচ্ছে। বুজ বাংলা নামের একটি প্রতিষ্ঠান ওয়াচ আউট এগি নামের একটি বিশ্ব মানের গেম তৈরি করে বেশ সাড়া জাগিয়েছে। এই গেমটি রিলিজ হবার পরে আইটিউনের নতুন ক্যাটাগরির সেরা গেমের মাঝে নিজের স্থান করে নিয়েছিল।
গেমটি এগি কে কেন্দ্র করে। সে এগ ল্যান্ডে বসবাস করে। একদিন এলিয়েনরা তাদের গ্রহে আক্রমণ করলে সে অন্য ডিমদের ও এগল্যান্ড বাচাতে দুঃসাহসী অভিযানে বের হয়ে যায়। এই এগিকে নিয়েই গেমারদের গেমটি খেলতে হবে।
এন্ড্রয়েড ব্যাবহারকারিদের জন্য ফ্রী ট্রায়ালের লিংক দেওয়া হোল। গুগুল প্লে স্টোর থেকে গুগুল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন।