পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

ছোটবেলার স্বপ্নপূরণ হোল হ্যাপির

বাংলার খবর২৪.কম: 500x350_41ffed56ae51c1f91c9caba7867c0820_1234678_318586051621360_1820798789_nখুলনার মেয়ে হ্যাপি নাজনীনের ছোটবেলা থেকেই স্বপ্ন নায়িকা হওয়ার। মনে মনে নিজেকে নায়িকা ভাবতেন তিনি। এজন্য নাচ-গান শিখছেন ছোটবেলা থেকেই। মৌসুমী-শাবনুরদের অভিনয় খুব পছন্দ করেন। তাদের দেখেই সিনেমার নায়িকা হওয়া ইচ্ছা তৈরি হয়। অবশেষে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালবাসা ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও দেখা গেছে তাকে। চলচ্চিত্রের নবাগতদের মধ্যে হ্যাপি নাজনীন একজন। চলচ্চিত্রাঙ্গনে বাড়ছে তার ব্যস্ততা। এরই মধ্যে বদরুল আমিন পরিচালিত রিয়েলম্যান ছবির সত্তরভাগ কাজ শেষ করেছেন। এখন তিনি কাজ করছেন মেজবাহ সিকদারের কাহিনী ও পরিচালনায় অন্যরকম সিনেমায়। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আরেক নবাগত সাব্বির হাসান লিখন। এ প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘এ চলচ্চিত্রটির গল্প আমার কাছে অনেক ভালোলেগেছে। অন্যরকম সিনেমাটি সত্যি সত্যিই অন্যরকম। তাই গল্পটা শুনে এক বাক্যে রাজি হয়ে যাই কাজটা করার জন্য। চলচ্চিত্রটির গল্প যেমন সুন্দর ঠিক তেমনি দেশের সুন্দর সুন্দর লোকেশনে এটির দৃশ্যয়ান করা হবে। কাজটাতে কতটুকু ভালো করতে পারবো এখনি জানি না। কিন্তু চেষ্টা করবো নিজের ‍সবটুকু মেধা এবং শ্রম দিয়ে কাজটা করার।’
তিনি আরও বলেন, আগামী ১৯শে সেপ্টম্বর মালেয়শিয়া যাচ্ছি ‘প্রমী চাটনি’র বিজ্ঞাপনের শুটিং করতে। শুটিং শেষে ঢাকা ফিরবো ২৫শে সেপ্টেম্বর। ঢাকায় ফিরেই রিয়েলম্যান চলচ্চিত্রের একটি গানের কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কাজ করে দর্শকদের মন জয় করতে পারি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

ছোটবেলার স্বপ্নপূরণ হোল হ্যাপির

আপডেট টাইম : ১১:৪৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_41ffed56ae51c1f91c9caba7867c0820_1234678_318586051621360_1820798789_nখুলনার মেয়ে হ্যাপি নাজনীনের ছোটবেলা থেকেই স্বপ্ন নায়িকা হওয়ার। মনে মনে নিজেকে নায়িকা ভাবতেন তিনি। এজন্য নাচ-গান শিখছেন ছোটবেলা থেকেই। মৌসুমী-শাবনুরদের অভিনয় খুব পছন্দ করেন। তাদের দেখেই সিনেমার নায়িকা হওয়া ইচ্ছা তৈরি হয়। অবশেষে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালবাসা ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও দেখা গেছে তাকে। চলচ্চিত্রের নবাগতদের মধ্যে হ্যাপি নাজনীন একজন। চলচ্চিত্রাঙ্গনে বাড়ছে তার ব্যস্ততা। এরই মধ্যে বদরুল আমিন পরিচালিত রিয়েলম্যান ছবির সত্তরভাগ কাজ শেষ করেছেন। এখন তিনি কাজ করছেন মেজবাহ সিকদারের কাহিনী ও পরিচালনায় অন্যরকম সিনেমায়। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আরেক নবাগত সাব্বির হাসান লিখন। এ প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘এ চলচ্চিত্রটির গল্প আমার কাছে অনেক ভালোলেগেছে। অন্যরকম সিনেমাটি সত্যি সত্যিই অন্যরকম। তাই গল্পটা শুনে এক বাক্যে রাজি হয়ে যাই কাজটা করার জন্য। চলচ্চিত্রটির গল্প যেমন সুন্দর ঠিক তেমনি দেশের সুন্দর সুন্দর লোকেশনে এটির দৃশ্যয়ান করা হবে। কাজটাতে কতটুকু ভালো করতে পারবো এখনি জানি না। কিন্তু চেষ্টা করবো নিজের ‍সবটুকু মেধা এবং শ্রম দিয়ে কাজটা করার।’
তিনি আরও বলেন, আগামী ১৯শে সেপ্টম্বর মালেয়শিয়া যাচ্ছি ‘প্রমী চাটনি’র বিজ্ঞাপনের শুটিং করতে। শুটিং শেষে ঢাকা ফিরবো ২৫শে সেপ্টেম্বর। ঢাকায় ফিরেই রিয়েলম্যান চলচ্চিত্রের একটি গানের কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কাজ করে দর্শকদের মন জয় করতে পারি।’