
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ- রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফায়জুর রহমান জানান গতকাল বুধবার রাতে উপজেলার সাওঘাট এলাকা থেকে হরিন্দ্র দাস ও সুকুমার দাস নামে দুইজনকে মাদকসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আড়াই হাজার উপজেলার রামচন্দ্রী এলাকার মৃত রাজেন্দ দাসের ছেলে হরিন্দ্র দাস (৫০) ও অপরজন হলেন উপজেলার সাওঘাট এলাকার মৃত হরিদাসের ছেলে সুকুমার দাস (৪৫)। হরিন্দ্র দাস সুকুমারের বাড়ীতে ভাড়ায় থেকে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদলতে উপস্থিত হলে দোষী প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সাইদুর রহমান তাদের কারাদন্ড দেন। আসামীদের জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।