
নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রতি আনুগত্য প্রকাশ সাংসদ শামীম ওসমানসহ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ‘নৌকা’র পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী।
শনিবার (১৯ নভেম্বর) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।
মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর ডা: সেলিনা হায়াত আইভী বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। তাই দলের প্রতি আনুগত্য প্রকাশ করে উনি (শামীম ওসমান) সহ আওয়ামলীগের নেতৃবৃন্দরা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
আইভী আরো বলেন, শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীকে নৌকা উপহার দিয়েছেন। ২২ তারিখে নারায়ণগঞ্জবাসী তাকে নৌকার মেয়র উপহার দিবে।
উল্লেখ্য, নাসিক নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনর নাম বেশ কয়েকবারই ঘোষনা করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। সর্বশেষ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় আইভীকে বাদ দিয়েই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদের নাম নাসিক মেয়র পদের জন্য মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। এবং প্রচার করা হয়, এটা তৃণমূলের সমর্থনেই হয়েছে। সেই তৃণমূলের সভায় কেউ নাকি আইভীর নাম প্রস্তাব করেনি।
কিন্তু সাংসদের দেয়া ঘোষনার বিরোধিতা করে ডা: সেলিনা হায়াত আইভী তখন বলেছিলেন ‘নৌকার মালিক এমপি নয়, শেখ হাসিনা’। তিনি চাইলে আমিই নৌকা পাবো এবং আবারো সিটি মেয়রের চেয়ারটি তাকে উপহার দেবো। তৃণমূলের সমর্থনে যে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে, তা একজন বিশেষ নেতার নির্দেশে হয়েছে। এটা তৃণমূলের প্রকৃত মতামত না। শেষ পর্যন্ত আইভীর কথাই সত্য প্রমানিত হলো এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মাঝি হিসেবে আইভীকেই মনোনিত করলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।