
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্পিনিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রেজাউল ও মামুন নামে আরো দুই শ্রমিক।
মঙ্গলবার বেলা দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় অবস্থিত তারা স্পিনিং মিল কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম তুলিয়ারার মকবুল আহমেদের ছেলে।
পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার সহ-ব্যবস্থাপক হুমায়ন আহমেদ ফোনে যুগান্তরকে জানান, এটি একটি দুর্ঘটনা। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছেন। কারখানার পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।