অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

এমপি-ইউএনওসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁতালদের উচ্ছেদ ও হত্যাসহ কয়েকটি অভিযোগে স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সাঁওতালরা।

শনিবার গোবিন্দগঞ্জ থানায় এ আবেদন জমা দেন গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী হরিণমারী নতুন পল্লী (ইক্ষু খামারের ভিতরে) গ্রামের মহলে হেমরমের ছেলে থোমাস হেমরম।

এ সময় থানায় আইন ও শালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি ও এএলআরডির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

তবে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার আগে

আদালতের নির্দেশনা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে এ ঘটনায় গত ১৬ নভেম্বর গভীর রাতে উপজেলার মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন মরমু বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৬শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। যেহেতু এ সংক্রান্ত একটি মামলা আগেই দায়ের করা হয়েছে, তাই আদালতের নির্দেশনা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুল, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রফিক, ইক্ষু খামারের ম্যানেজার আব্দুল মজিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. হোসেনসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, এছাড়াও ৫/৬শ আসামির মধ্যে কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি সদস্য, চিনিকল ও ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী এবং স্থানীয় ব্যক্তির নামও আছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় এ পর্যন্ত তিন জন সাঁওতালের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তীরবিদ্ধ হয়েছেন ৯ পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ হন চার জন সাঁওতাল।

সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী ওইদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ সময় তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

ওই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ৬ নভেম্বর রাতেই ৪২ জনের নাম উল্লেখ করে ৩ থেকে ৪শ’ জনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। পুলিশ চার জন সাঁওতালকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্ত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

এমপি-ইউএনওসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট টাইম : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬

গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁতালদের উচ্ছেদ ও হত্যাসহ কয়েকটি অভিযোগে স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সাঁওতালরা।

শনিবার গোবিন্দগঞ্জ থানায় এ আবেদন জমা দেন গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী হরিণমারী নতুন পল্লী (ইক্ষু খামারের ভিতরে) গ্রামের মহলে হেমরমের ছেলে থোমাস হেমরম।

এ সময় থানায় আইন ও শালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি ও এএলআরডির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

তবে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার আগে

আদালতের নির্দেশনা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে এ ঘটনায় গত ১৬ নভেম্বর গভীর রাতে উপজেলার মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন মরমু বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৬শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। যেহেতু এ সংক্রান্ত একটি মামলা আগেই দায়ের করা হয়েছে, তাই আদালতের নির্দেশনা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুল, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রফিক, ইক্ষু খামারের ম্যানেজার আব্দুল মজিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. হোসেনসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, এছাড়াও ৫/৬শ আসামির মধ্যে কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি সদস্য, চিনিকল ও ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী এবং স্থানীয় ব্যক্তির নামও আছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় এ পর্যন্ত তিন জন সাঁওতালের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তীরবিদ্ধ হয়েছেন ৯ পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ হন চার জন সাঁওতাল।

সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী ওইদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ সময় তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

ওই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ৬ নভেম্বর রাতেই ৪২ জনের নাম উল্লেখ করে ৩ থেকে ৪শ’ জনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। পুলিশ চার জন সাঁওতালকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্ত হন।