অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় কলেজশিক্ষকসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরতদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণ, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালামসহ (৫৫) দুজনের মৃত্যু এবং শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। দফা দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে সফর আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে দেড় মাস ধরে লাগাতার আন্দোলন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করে পুলিশ। এরই প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ প্রথমে বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে এবং বিকেল পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তখন অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরাও পুলিশের প্রতি বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফা দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উপজেলা পরিষদের সামনে এক বৃদ্ধ পথচারী সফর আলী (৬০) উদ্ভুত পরিস্থিতিতে ভীতসন্ত্রস্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। সেখান থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সফর আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশের লাঠিচার্জের সময় আহত শিক্ষক আবুল কালামকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ে কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব দাবি করেন, আন্দোলনকারিদের মিছিলে পুলিশ বাধা দিলে মিছিলকারিরা বিকেল পর্যন্ত অবরোধের ঘোষণা দেন। একপর্যায়ে আন্দোলনকারীরা কলেজ থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। তবে মৃত্যুর সাথে লাঠিচার্জের কোনো সম্পৃক্ততা নেই। অবশ্য মৃত্যুর ঘটনা নিয়ে আন্দোলনকারিরা গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

সন্ধ্যায় পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম সাংবাদিকদের ২০/২৫ রাউ- রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপের কথা স্বীকার করে জানান, দু’জনের মৃত্যুর সাথে এ ঘটনার কোনো যোগসূত্র নেই। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় কলেজশিক্ষকসহ দুজনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরতদের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণ, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালামসহ (৫৫) দুজনের মৃত্যু এবং শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। দফা দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে সফর আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে দেড় মাস ধরে লাগাতার আন্দোলন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করে পুলিশ। এরই প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ প্রথমে বাধা দেয়। এসময় আন্দোলনকারীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে এবং বিকেল পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তখন অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরাও পুলিশের প্রতি বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফা দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উপজেলা পরিষদের সামনে এক বৃদ্ধ পথচারী সফর আলী (৬০) উদ্ভুত পরিস্থিতিতে ভীতসন্ত্রস্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। সেখান থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সফর আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশের লাঠিচার্জের সময় আহত শিক্ষক আবুল কালামকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাইয়ে কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব দাবি করেন, আন্দোলনকারিদের মিছিলে পুলিশ বাধা দিলে মিছিলকারিরা বিকেল পর্যন্ত অবরোধের ঘোষণা দেন। একপর্যায়ে আন্দোলনকারীরা কলেজ থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। তবে মৃত্যুর সাথে লাঠিচার্জের কোনো সম্পৃক্ততা নেই। অবশ্য মৃত্যুর ঘটনা নিয়ে আন্দোলনকারিরা গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

সন্ধ্যায় পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম সাংবাদিকদের ২০/২৫ রাউ- রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপের কথা স্বীকার করে জানান, দু’জনের মৃত্যুর সাথে এ ঘটনার কোনো যোগসূত্র নেই। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।