পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল

মহাকাশে এবার আগুন নিয়ে পরীক্ষা

8af2dc9549e9610cfc03116c926d580b-flameবাংলার খবর২৪.কম:, ডেস্ক পৃথিবীতে কোথাও আগুন লাগলে তা পানি দিয়ে নেভানো যায় কিন্তু মহাকাশে? মহাকাশে ভরশূন্য পরিবেশে আগুনের শিখা দেখতেই বা কেমন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা মহাকাশে আগুনের শিখা নিয়ে পরীক্ষা করে দেখেছেন। তাঁদের মতে, মহাশূন্যের ভরশূন্য পরিবেশে শিখা ভাসমান আগুনের স্তর তৈরি করে অদ্ভুত রূপ নেয়। দ্য ইনডিপেন্ডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নভচারী রেইড ওয়াইজম্যান মহাকাশ থেকে ভাইন ভিডিও পোস্ট করেছেন যাতে মহাকাশে আগুনের এই অদ্ভুত বিষয়টি দেখা যায়। ভাইন হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট যাতে ছোট আকারের ভিডিও পোস্ট করা হয়।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন ৩৮ বছর বয়সী রেইড ওয়াইজম্যান। তিনি এই ভিডিও সম্পর্কে বলেন, ভাসমান আগুন জীবন্ত হয়ে ওঠার বিষয়টি ফ্লেক্স পরীক্ষায় দেখা গেল যা পৃথিবীতে উন্নত ইঞ্জিন তৈরিতে কাজে লাগানো যাবে।

মহাকাশে একটি ফুটবল মাঠের সমান আকারের এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সামান্য অগ্নিকা-ের ঘটনাও নভোচারীদের জীবনের জন্য হুমকি হতে পারে।

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা ‘ফ্লেইম এক্সটিংগুইশমেন্ট এক্সপেরিমেন্ট’ বা ফ্লেক্স নামের গবেষণা করছেন। ইতিমধ্যে অগ্নিশিখার মৌলিক বিষয়গুলো জানতে ও মাইক্রোগ্র্যাভিটিতে তা কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে তা জানতে ২০০ টির বেশি পরীক্ষা চালিয়েছেন তাঁরা।মহাকাশে আগুনের শিখা নিয়ে পরীক্ষা চালিয়েছেন নাসার গবেষকেরা নাসার গ্লেস রিসার্চ সেন্টারের গবেষক ড্যান বলেন, পৃথিবীতে যখন কোনো শিখা পুড়তে থাকে তখন আগুন থেকে গরম গ্যাস উঠতে থাকে এবং ভাসমান প্রবাহ তৈরি করে যা ওই শিখাতে অক্সিজেন টেনে আনে ও দহনশক্তি নির্গত করে। এর ফলে তৈরি হয় শিখার আকৃতি।
ব-ভষধসব-২পৃথিবীর তুলনায় মহাশূন্যের অগ্নিশিখায় পার্থক্য রয়েছে। মহাকাশে আণবিক বিকিরণ আগুনের শিখাতে অক্সিজেন টেনে আনে এবং এই শিখা থেকে যে দাহ্যশক্তি নির্গত হয় তা পৃথিবীর আগুনের তুলনায় শতগুণ ধীরগতির। মহাকাশে পৃথিবীর তুলনায় খুব কম তাপমাত্রায়, খুবই ধীরগতিতে ও খুব কম অক্সিজেন নিয়ে শিখাকে জ্বলতে হয়। এর অর্থ হচ্ছে, আগুন নেভানোর জন্য যে উপাদান প্রয়োজন তা বেশি ঘনত্বের হতে হবে। মহাকাশযানে ধীরগতির বাতাস অগ্নিশিখাকে আরও দ্রুত জ্বলতে সাহায্য করবে।

মহাকাশে কীভাবে শিখা জ্বলে তা পরীক্ষা করতে ফ্লেক্সের গবেষকেরা এক ফোঁটা মিথানলে আগুন লাগান। এক ফোঁটা মিথানল প্রায় ২০ সেকেন্ড জ্বলতে দেখা যায়। কিছুক্ষণ জ্বলে এই শিখা অদ্ভুত জেলিফিশের মতো রূপ নেয়। প্রথম আলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত

মহাকাশে এবার আগুন নিয়ে পরীক্ষা

আপডেট টাইম : ০৩:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪

8af2dc9549e9610cfc03116c926d580b-flameবাংলার খবর২৪.কম:, ডেস্ক পৃথিবীতে কোথাও আগুন লাগলে তা পানি দিয়ে নেভানো যায় কিন্তু মহাকাশে? মহাকাশে ভরশূন্য পরিবেশে আগুনের শিখা দেখতেই বা কেমন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা মহাকাশে আগুনের শিখা নিয়ে পরীক্ষা করে দেখেছেন। তাঁদের মতে, মহাশূন্যের ভরশূন্য পরিবেশে শিখা ভাসমান আগুনের স্তর তৈরি করে অদ্ভুত রূপ নেয়। দ্য ইনডিপেন্ডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নভচারী রেইড ওয়াইজম্যান মহাকাশ থেকে ভাইন ভিডিও পোস্ট করেছেন যাতে মহাকাশে আগুনের এই অদ্ভুত বিষয়টি দেখা যায়। ভাইন হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট যাতে ছোট আকারের ভিডিও পোস্ট করা হয়।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন ৩৮ বছর বয়সী রেইড ওয়াইজম্যান। তিনি এই ভিডিও সম্পর্কে বলেন, ভাসমান আগুন জীবন্ত হয়ে ওঠার বিষয়টি ফ্লেক্স পরীক্ষায় দেখা গেল যা পৃথিবীতে উন্নত ইঞ্জিন তৈরিতে কাজে লাগানো যাবে।

মহাকাশে একটি ফুটবল মাঠের সমান আকারের এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সামান্য অগ্নিকা-ের ঘটনাও নভোচারীদের জীবনের জন্য হুমকি হতে পারে।

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা ‘ফ্লেইম এক্সটিংগুইশমেন্ট এক্সপেরিমেন্ট’ বা ফ্লেক্স নামের গবেষণা করছেন। ইতিমধ্যে অগ্নিশিখার মৌলিক বিষয়গুলো জানতে ও মাইক্রোগ্র্যাভিটিতে তা কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে তা জানতে ২০০ টির বেশি পরীক্ষা চালিয়েছেন তাঁরা।মহাকাশে আগুনের শিখা নিয়ে পরীক্ষা চালিয়েছেন নাসার গবেষকেরা নাসার গ্লেস রিসার্চ সেন্টারের গবেষক ড্যান বলেন, পৃথিবীতে যখন কোনো শিখা পুড়তে থাকে তখন আগুন থেকে গরম গ্যাস উঠতে থাকে এবং ভাসমান প্রবাহ তৈরি করে যা ওই শিখাতে অক্সিজেন টেনে আনে ও দহনশক্তি নির্গত করে। এর ফলে তৈরি হয় শিখার আকৃতি।
ব-ভষধসব-২পৃথিবীর তুলনায় মহাশূন্যের অগ্নিশিখায় পার্থক্য রয়েছে। মহাকাশে আণবিক বিকিরণ আগুনের শিখাতে অক্সিজেন টেনে আনে এবং এই শিখা থেকে যে দাহ্যশক্তি নির্গত হয় তা পৃথিবীর আগুনের তুলনায় শতগুণ ধীরগতির। মহাকাশে পৃথিবীর তুলনায় খুব কম তাপমাত্রায়, খুবই ধীরগতিতে ও খুব কম অক্সিজেন নিয়ে শিখাকে জ্বলতে হয়। এর অর্থ হচ্ছে, আগুন নেভানোর জন্য যে উপাদান প্রয়োজন তা বেশি ঘনত্বের হতে হবে। মহাকাশযানে ধীরগতির বাতাস অগ্নিশিখাকে আরও দ্রুত জ্বলতে সাহায্য করবে।

মহাকাশে কীভাবে শিখা জ্বলে তা পরীক্ষা করতে ফ্লেক্সের গবেষকেরা এক ফোঁটা মিথানলে আগুন লাগান। এক ফোঁটা মিথানল প্রায় ২০ সেকেন্ড জ্বলতে দেখা যায়। কিছুক্ষণ জ্বলে এই শিখা অদ্ভুত জেলিফিশের মতো রূপ নেয়। প্রথম আলো।