
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলার ধনকুণ্ডি গ্রাম থেকে দিনের বেলায় গরু চুরি করে ট্রাকে ভরে পালানোর সময় মোস্তফা কামাল (৫০) নামে আন্ত:জেলা গরুচোর চক্রের সক্রীয় সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (০৫ডিসেম্বর) দুপুরেপৌরশহরের ধুনটমোড় এলাকা থেকে ট্রাকসহ তাকে আটক করা হয়।
এসময় চুরি যাওয়া একটি দুধালো গাভীও উদ্ধার হয়। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক হওয়া মোস্তফা কুমিল্লার দাউদকান্দি থানার কালারকান্দি গ্রামের মো. শহীদ উদ্দিনের ছেলে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার সকালের দিকে ধনকুণ্ডি গ্রামের সায়েম উদ্দিনের একটি দুধালো গাভী স্থানীয় ফসলি মাঠ থেকে চুরি করে মিনি ট্রাকে ভরে (ঢাকা মেট্রো ন-১৮-৮৮৯০) ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে বগুড়ার দিকে রওনা দেয়।
গরুর মালিক বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করেন। পরে শহরের ধুনটমোড় এলাকায় খোয়া যাওয়া গরু ও পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকসহ চোর মোস্তফাকে আটক করা হয়। তবে ট্রাক চালক ফরিদপুর জেলার বাবর আলী (৪৫) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।