
কুমিল্লা প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। নির্বাচন পাঁচ বছর পর পর হয়। জনগণকে ভয় পান কেন? সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। শেখ হাসিনা সরকারেই থাকবেন, নির্বাচনের সময় সরকারে নেতৃত্ব দিবেন। নির্বাচন করাবেন নির্বাচন কমিশনার। শনিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি যেভাবে করবেন সেটাই আমরা মেনে নেব। ভয় না পেয়ে ২০১৪ সালের মতো খেলার মাঠ থেকে পালিয়ে যাবেন না। যদি সাহস থাকে আসুন আগামী নির্বাচনে। ফাইনাল খেলা হবে ২০১৯ সালে। তিনি বলেন, অবশ্যই নির্বাচন হবে, তবে ২০১৯সালের একদিন আগেও নির্বাচন হবে না। জনগণকে ভয় পান কেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনা সরকারে থাকবেন। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন।
আর নির্বাচন করবে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করে কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা.মহসিন-উজ জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সসদ সদস্য স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ চিকিৎকদের জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ও গত ২৫ বছরের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।