
ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে দুটি শাড়ি উপহার দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এমপি একেএম শামীম ওসমান।
শুক্রবার শহরের নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ শাড়ি দুটি সাংবাদিকদের দেখানো হয়।
এ সময় শামীম ওসমান বারবার আইভীকে ‘ছোট বোন’ সম্মোধন করে বলেন, ‘আইভীই আওয়ামী লীগের যোগ্য প্রার্থী।’
তিনি বলেন, ‘আমি তো প্রচারে নামতে পারবো না। তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দুটি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত রঙ থেকে। আমার বোন এটি পড়ে প্রচারণা করলে তার মনে পড়বে তার বড় ভাই শামীম ওসমান তার সঙ্গে আছে।’
শামীম ওসমান বলেন, ‘নেত্রী নির্দেশ দিলে সংসদ সদস্য পদ ছেড়েও দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠে নামতে প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে বিধান নেই যে আমি বাইরে বসে কথা বলতে পারব না। যদি এই বিধানই থাকে তাহলে টকশোতে বসে যারা বিভিন্নভাবে কথা বলছেন, সেটাও কিন্তু পারে না।’নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা বলেন, ‘আগামীকাল থেকে প্রতিটি অলিতে-গলিতে মানুষের পায়ে হাত দিয়ে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে।’
তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ করি, মৃত্যুর আগ পর্যন্ত করব। আমাদের নেত্রী একটা শেখ হাসিনা। উনার কাছ থেকে অনেক ভালোবাসা, স্নেহ পেয়েছি। উনার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে কুণ্ঠা বোধ করি না। উনি কোনো সিদ্ধান্ত দেবেন তা আমাদের জন্য শিরোধার্য।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।