
ডেমরায় শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে ১৮শ’ পিস ইয়াবাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীর নাম আব্দুস সালাম আজাদ ঝুনু (২৩)। সে ডেমরার পশ্চিম টেংরার সফুর উদ্দিন মার্কেট সংলগ্ন আবুল কালাম আজাদের ছেলে।
ডেমরা থানার ওসি এসএম কাওসার জানায়, অব্যাহত মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় সফুর উদ্দিন মার্কেট সংলগ্ন থেকে ঝুনুকে আটক করা হয়। এ বিষয়ে ডেমরা থানায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ঝুনু ডেমরার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একজন। সে দির্ঘদিন ধরে ডেমরায় ইয়াবা, ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার নামে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।