
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ছিনতাইকারীদের হামলায় আহত মো. মাসুম মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঢাকার গুলশান এলাকা থেকে কুড়িল বিশ্বরোড- মদনগঞ্জ সড়কে নিজ বাড়ি সোনারগাঁয়ের বাদলপুর যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইলসেট ছিনিয়ে নেয়। বাধা দেওয়ায় তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল নীলভিটা এলাকায়। নিহত মাসুম মিয়া সোনারগাঁয়ের বাদলপুর গ্রামের আবুল কালামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাসুম মিয়া ব্যবসায়ীক কাজ শেষে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিএনজি যোগে নিজ বাড়ি সোনারগাঁয়ে ফেরার পথে রূপগঞ্জের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় মাসুম মিয়াসহ সিএনজি যাত্রী আরিফ, মজিবুর রহমানকে ৪/৫জন ছিনতাইকারী কুপিয়ে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত মাসুম মিয়াকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রোববার দুপুরে তার মৃত্যু ঘটে। সন্ধ্যায় জানাযা নামাজ শেষে সোনারগাঁেয়র পাঁচপীর মাজার কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনা জানা নেই।