
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আহত হন সঙ্গে থাকার আরও দুই শ্রমিক।
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে তাড়াশি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানিয়েছেন।
নিহতরা হলেন উপজেলার কয়খা গ্রামের সৌর উদ্দিন হওলাদারের ছেলে ইমরান হোসেন হাওলাদার (২৮) ও একই গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার ওরফে হেলাল (৪৫)।
আহত নজির গাজী (৩৫) ও সোহবার মিয়াকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি কামরুল ফারুক জানান, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী মুন এন্টারপ্রাইজের একটি লোকাল বাস ও বিপরীত দিক থেকে আসা নির্মাণ শ্রমিকবাহী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হন।
লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানায় আনা হয়েছে। হতাহতদের বাড়ি কোটালীপাড়ার কয়খা গ্রামে।
ওই চার নির্মাণ শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ শেষে মিকশ্চার মেশিন নিয়ে নছিমনে কোটালীপাড়া আসছিলেন বলে জানান ওসি কামরুল।