
বাংলার খবর২৪.কম : সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ।
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার এই বিলে সোমবার তিনি স্বাক্ষর করেন। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৭ সেপ্টেম্বর ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪ পাস হয়।
এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত হলো। যা ১৯৭২ সালের সংবিধানেই ছিলো।
এদিকে সংবিধানের ষোড়শ সংশোধন বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের প্রতি অনুরোধ জানিয়েছিল বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এই অনুরোধ জানান।
তিনি বলেন, ‘ রাষ্ট্রপতি একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। সেকারণে তাকে অনুরোধ জানাবো, বিলটি আপনার দফতরে গেলে জনগণের ইচ্ছার কথা বিবেচনা করে বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করবেন।’